15 February, 2024

১৪৪

 প্রথমেই বলি এই পোস্ট হয়তো বা কেউ ই দেখতে পাবে না
হয়তো বা কমেন্ট করতে পারবেন না কেউ
(খিস্তি মারার ক্ষেত্রে ও ওপেন থাকবে না)

শ্রীতোষ বলছে

আর এস এস কাকে মা দুর্গা বলেছিল
আমি এবং আমরা সকলেই ভুলে গেছি


নাটকের দল গুলো পথ নাটক নিয়ে
পথে নামতে ভুলেই গেছে
অথবা ওরা ভয় পায়
ওরা হয়তো জানে
অলিতে - গলিতে
আছে সম্রাট শাহ জাহান
যারা পথ নাটক করবে
তাঁদের মধ্যের বয়স নির্বিশেষে
নারী দের বাড়ি ফিরতে হবে।

দলের মেয়েদের সম্মান বাঁচাতে আজ
ভয় পায়

নাটকের মাঝে একথা বলতে
"আমি কামদুনির সেই মেয়ে"

ওরা বলতে পারে না
"আমি সন্দেশ খালির নীরব যন্ত্রণা
মহিলা কমিশন আর পুলিশের
তদন্ত কমিশনের সামনে
যাদের
বুক ফাটে তবু মুখ খোলে না
কারণ তোমরা এসেছ দিনের বেলায়
সন্ধ্যা হলে ওরা আসবে
নিভৃত রাতের নীরব অন্ধকারে

তারপর ঘণ্টা মিনিট সেকেন্ড চলে যাবে
প্রতিদিন
রাতের চেয়েও ঘন অন্ধকার ছিল
তার পর আসবে
ঘন অন্ধকারের চেয়েও
আরও আরও আরও ঘন অন্ধকার
১৪৪ ধারার

No comments:

Post a Comment