22 January, 2024

বন্ধু প্রশ্ন কর

 

বন্ধু চল - বন্ধু চল
প্রশ্ন তোল
কাব্য পড়ে
যুক্তি দিয়ে - মন জুড়ে।
 
রাম জন্মেছে অযোধ্যায়
ভরত - শত্রুঘ্ন - লক্ষণ জন্মেছে
কোন রাস্তায়?
প্রশ্ন উঠুক ভঁক্তোদের প্রতি
দেশ জুড়ে
এদের মন্দির কেন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
সনাতনী হিন্দুরা কি এদের কথা ভুলেই গেছে
এদের নামে ভোট জোটে না
তাই
বার বার করে প্রশ্ন তোল
প্রশ্ন তোল
দেশ জুড়ে
কেন
ভরত - লক্ষণ - শত্রুঘ্নের মন্দিরের উদ্বোধন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
বন্ধু চল - বন্ধু চল
সীতা মরেছিল অযোধ্যায়
রামের সীতা
তাই রামের জন্ম ভূমিতে সীতার নাই ঠাঁই
সনাতনী হিন্দুদের এই যুক্তির -----
বন্ধু চল - বন্ধু চল
কুযুক্তির গল্প বল
বন্ধু চল - বন্ধু চল
অন্ধকারের গল্প বল।
 
সতী দাহ - চুপকথা
কুলীন হওয়ার গল্প বল
চলছি আমি তোর সাথে
ফেসবুকে
পিছনেতে
বন্ধু চল - বন্ধু চল
শম্বুকের মাথা কাটার
গল্প বল
চলছি আমি - তোর সাথে
বারণাবতের ওই পথে।
 
বন্ধু চল - বন্ধু চল
একলব্যের গল্প বল
চলছি আমি তোর পথে
অভিমন্যুর মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু চল
নির্মম সেই গল্প বল
মেঘনাদের শেষ কথা
বিভীষণের হেরে যাওয়ার গল্প বল।
শুনছি আমি তোর সাথে
ঘটোৎকচের মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু বল
আসলে এ লেখা চলতে থাকবে অবিরাম
এ লেখার নেই কোন শেষ
তবুও বিরতি নিতে হয়
সাময়িক বিরতি নিয়ে
শ্রীতোষ ২২/০১/২০২৪
সৌজন্যঃ "বন্ধু চল" - "চলছি আমি তোর সাথে" - "গল্প বল" এই শব্দ গুলো ধার করেছি "OPEN TEE BIOSCOPE" সিনেমায় "অনুপম রায়" গাওয়া গান থেকে - লিরিক্স "প্রসেন"

No comments:

Post a Comment