11 May, 2020

দিনের শেষে ঘুমের দেশে


দিনের শেষে ঘুমের দেশে

আমরা কেউ সিগারেট - বিড়ি না পেয়ে
বড় কষ্টে ছিলাম।
কেউ কেউ মদ খেতে চেয়েছিলাম,
কেউ কেউ আড্ডা মারতে না পেরে বোর হচ্ছিলাম
ওরা এই সব কিচ্ছু চায় নি,
ওরা চেয়েছিল বাড়ি ফিরতে
ওরা বাড়ি ফিরতে চেয়েছিল।

আমরা আজ সিগারেট - বিড়ি খেতে পারছি
মদের দোকান খুলে গেছে।
আমরা ভি ডি ও চ্যাট্‌ - ফেসবুক লাইভে আড্ডাও মারছি।
ওরাও বাড়ি ফিরেছে,
সহস্র কিমি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরেছে ওরা।
সদাশয় সরকার ওঁদের সকলকে বাড়ি ফিরিয়ে দিয়েছে
কাঠের বাক্সে ভরে
বড় যত্ন করে -
শুধু রেল লাইনের উপর রুটি গুলো আছে পড়ে।

বাড়ি ফিরেছে ওরা!!!
ওঁদের বাড়িতে এখন শিশির ভোর
স্নেহের রোদে উঠোন গেছে ভরে।


এ আমার লেখা নয় এ লেখা
লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ -
লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী -
লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ।

শ্রীতোষ ১১/০৫/২০২০

No comments:

Post a Comment