04 May, 2020

কুর্ণিশ

করোনা যুদ্ধের সৈনিক দের ফুল ছড়িয়ে কুর্ণিশ সেনার
প্রবাসী শ্রমিকদের বাড়ি ফেরাতে ট্রেন ভাড়া চাইল রেল!
এই দুটোই সংবাদ।
তাই বলিঃ
ওই শ্রমিকরাই কিন্তু সেনারা এবং করোনা যুদ্ধের সৈনিক রা যে বাড়িতে থাকেন সেটা তৈরি করেন
ওরা যে টুথপেস্টে দাঁত মাজেন -
যে বাসনে খাবার খান -
যে ঘড়িটায় সময় দেখেন -
যে গাড়িটায় চড়ে কাজের জায়গায় যান -
যে ট্যাঙ্ক - রাইফেল দিয়ে যুদ্ধ করেন -
যে প্লেন টায় উড়ে গিয়ে ফুল ফেললেন (তার প্রতিটা নাট - বল্টু-
যে ইউনিফর্ম পরে আছেন তার বোতাম টা পর্যন্ত
প্যান্টের জিপটাও -
ওই রকম ই কোন শ্রমিকের শ্রমে তৈরি
ওরা চিরকাল ধরে থাকে হাল
রাজচ্ছত্র ভেঙে পড়ে
রণ ডঙ্কা শব্দ নাহি তোলে
স্লোগান যত উচ্চারিত রাজার প্রশস্তি গেয়ে
শব্দ গুলি অর্থ তার ভোলে
নগরে - প্রান্তরে একমাত্র ওরাই কাজ করে
তাই রাষ্ট্রের আঘাত নামে ওদেরই পরে
সহজ বধ্য ওরা
ওরা একতা হীন
ধর্ম নামক এক নির্মম বাঁধনে বাঁধা
কিছু স্বার্থান্বেষী মানুষের পোষা ---
ওরা কাজ করে
না একটা ফুলও প্রাপ্য নয় ওদের
তাজ মহল অথবা কুতুব মিনারের পাথরে
কোনারক অথবা অজন্তা - খাজুরাহোর প্রাকারে
ইতিহাস লিখেছে কি ওদের নাম?
দিল্লীর অথবা জয়পুরের যন্তর মন্তরে,
অশোকের ওই শিলা প্রস্তরে
জাতীয় প্রতীকের চার সিংহের উপরে
কেউ কি লিখে রেখেছে
স্রষ্টার নাম?
কে করেছিল সৃষ্টি তার?
কৃতিত্ব শুধুই রাজার!
শত শত সাম্রাজ্যের ভগ্ন শেষ পরে
ওরা কাজ করে
তাই আজও হাততালি - প্রদীপ - ফুল
কিছুই নয়
ওদের তরে
ওরা লায়াবিলিটি আজ
বিনা পয়সায় ট্রেন যাত্রা নয় ওদের তরে।
ওরা কাজ করে

করোনা যুদ্ধের সৈনিক এবং তাঁদের সম্মান জানানো সেনাবাহিনীকে সম্মান জানিয়ে
ভারতের সেনাবাহিনীকে যারা এই অসামান্য কাজ করতে নির্দেশ দিয়েছেন তাঁদের সম্মান জানিয়ে
ভারতের সংবিধান মেনে চলা এক সামান্য নাগরিকের অভিনন্দন বার্তা।
শ্রীতোষ ০৩/০৫/২০২০
কৃতজ্ঞতা স্বীকার: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment