বদ্ধ
মানুষ দেখেছি আমি পৃথিবী জুড়ে
লং
মার্চের চিন দেশ থেকে
ছুটে গেছি
ভাস্কর্যের ইটালিতে
শিল্পের
ফ্রান্স ছুঁয়ে পৌঁছে গেছি
মাতাদোরের
স্পেনে।
সাগর পাড়ি
দিয়ে পৌঁছে ছিলাম
সেই দেশে
যে
সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না কোন দিন
তারপর
সুয়েজ খাল
হয়ে আসিরিয় সাম্রাজ্যের পথ ঘুরে
পৌঁছে
গেছিলাম গণতন্ত্রের রক্ষাকারী
হিরোশিমার
আমেরিকায়।
যদি
প্রশ্ন কর
এত দেশ
ঘুরে
বদ্ধ
মানুষ দেখে শিখলে কি?
লং
মার্চের চিনে দেখেছি
শাসকের
নির্দেশে নতজানু মানুষ
বদ্ধ ঘরে
কারণ তারা বধ্য হতে চায়না।
ভাস্কর্য
আর শিল্পের দেশে অসহায় মানুষ
শাসক
তাদের বাঁচাবে কি করে জানে না।
যে
সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না কোনদিন
তার শাসক
ভোগে সিদ্ধান্ত হীনতায়।
আর মানুষ
মানুষ সেখানে
বাঁচে শাসকের করুণায়।
আসিরিয়
সাম্রাজ্য বহুধা বিভক্ত
ধর্মের
কারণে মানুষ কবরে যায়।
আর গণ
তন্ত্রের রক্ষাকর্তা দেশে দেখলাম
শাসকের
ঔদ্ধত্য
মানুষের সেখানে বেঁচে থাকাই দায়।
আমি ভাবলাম
ঘরে ফেরাই একমাত্র উপায়।
ফিরলাম আর
দেখলাম
আমি হলাম
সেই দেশের মানুষ
যার মনীষা
সমৃদ্ধ করেছে
গোটা
পৃথিবীর চিন্তাধারাকে
যে দেশের
দর্শন কে প্রণাম করে পৃথিবী
অথচ সে
দেশেই দেখতে পেলাম
গো মূত্র
খেয়ে
রোগ
তাড়ানোর অঙ্গীকার।
বুঝলাম
প্রদীপের
নিচে জমে থাকে
সবচেয়ে
বেশী অন্ধকার।
শ্রীতোষ
০৩/০৬/২০২০
কিশোর কবি
সুকান্ত ভট্টাচার্যের “প্রিয়তমাসু” এই লেখা লিখতে সাহায্য করেছে
(“অনুপ্রাণিত”
বলতে পারলে ভালো লাগত কিন্তু ওই শব্দটি বিশ্ব বাংলার বুদ্ধিGBদের জন্য সংরক্ষিত)
No comments:
Post a Comment