1.প্রিয় গন্ধ : নতুন বই।
2.শেষ কান্না : সেটা কি হবে জানি না কারণ শেষ কান্নার অনুভূতি লেখার শক্তি আমার হাতে থাকবে না (কারো হাতে ছিল বলে জানিও না)
3:প্রিয় ফুল : ফুল আবার ভালো খারাপ আছে নাকি, আমার তো সব ফুলই ভালো লাগে। (একটু আলাদা করে বললে শিউলি)
2.শেষ কান্না : সেটা কি হবে জানি না কারণ শেষ কান্নার অনুভূতি লেখার শক্তি আমার হাতে থাকবে না (কারো হাতে ছিল বলে জানিও না)
3:প্রিয় ফুল : ফুল আবার ভালো খারাপ আছে নাকি, আমার তো সব ফুলই ভালো লাগে। (একটু আলাদা করে বললে শিউলি)
4:প্রিয় জীব : আলাদা করে দেখিনা, সবই সমান (তবে কিছু দো পেয়ে জীব যাদের
মানুষের মত দেখতে হলেও মানুষ নয় তাদের অতিরিক্ত বেশী ভালোবাসি)
5:প্রিয় আইসক্রিমঃ বরফ আইসক্রিম তারপর চকোলেট (কেউ খাওয়াতে এলে মুস্কিল একসঙ্গে ৮/১০ টা খেয়ে নিই)
6:প্রিয় রংঃ নীল - আকাশী।
7:গান চলে তো? আমি সুর ভালোবাসি। ভারতীয় এবং পাশ্চাত্য ক্ল্যাসিকাল ভোক্যাল মাথায় ঢোকে না, মাথা ধরে যায় (তবে ক্ল্যাসিকাল বেস ভোক্যাল যেমন “কা ক্রু সজনী আয়ে না বালম” বা “বেহাগ যদি না হয় রাজি” জাতীয় গান অসাধারণ লাগে)
8:প্রিয় tv show : এক সময় দেখতাম। তেরো পার্বণ, নুক্কড়, আরও অজস্র নাম আছে। এখন দেখি না ।
9:ট্যাটু : ভালো লাগে না।
10: মিষ্টি : নরম, তুলতুলে রসগোল্লা।
11:বিড়ি , সিগারেট : ছেড়ে দিয়েছি
12:রাতচড়া না ভোরেওঠা : মুডের উপর নির্ভর
13:সপ্তাহের ভালো দিন : যদি মনে হয় তাহলে প্রতিদিন
14:ডাক নাম : অজস্র। বাবু, বাবুরাম, গোবলা, সোনা, মোটা, (আর একটা নাম শুধু একজন উচ্চারণ করে তাই তাঁর জন্যই থাক)
15:প্রিয় ঋতু: রুদ্র বৈশাখ আসে ধরাকে পুড়িয়ে ছাই করে দিতে আসে নর্তন ছন্দে, ধ্বংসের উদ্দাম আনন্দে। সেই ধ্বংসের মাঝে ঝরে ধারা – জাগে সৃষ্টির বীজ। সেই বীজ কে পূর্ণতা দিতে আসে বর্ষা। রুদ্র বৈশাখ আর কিশোরী বর্ষার মিলনে ধরিত্রী জন্ম দেয় সন্তানের। আসে শরৎ! ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব – ওই চাঁদের পাহাড় ঠিক দেখতে পাব। মাথা দোলায় ধানের শীষ – জাগে কাশ ফুল। পৃথিবী নবীন হয়। পা বাড়ায় পূর্ণতার দিকে.। নতুন ভাতের গন্ধ গায়ে মেখে আসে হেমন্ত। একই সাথে ডাক পড়ে চলে যাওয়ার – পাতা ঝরানোর সময় শুরু হয়। আসে যে পউষের বেলা। জীবনের শেষ তো শেষ নয়, সে আহ্বান জানায় নতুন জীবন কে – পায়েস মুখে দিয়ে আসে নতুন জীবন, আসে বসন্ত। তাই কাউকেই তো আলাদা করতে পারি না। সব্বাই আমার কাছে ভীষণ প্রিয়।
16:পাহাড় না সমুদ্র : পাহাড় , মালভূমি, সমুদ্র – আসলে প্রকৃতি এবং তাঁর সাথে মিশে থাকা মানুষ।
17:সদাই হারাই : নিজেকে।
18: বিরিয়ানি : বিরিয়ানি দূর! ওটা হল সিনেমার নায়িকা। প্রেমে পড়েছি সাদা – ভাত আর কষা মাংসের। পরকীয়া প্রেম পোলাও – কষা মাংস। প্রিয় বান্ধবী – খিচুড়ি এবং খিচুড়ি
19:স্কুলে ফিরে যাবো? কেন? : অবশ্যই। অনেক ভুল করেছিলাম, সে গুলো যদি আবার শুধরে নিতে পারি।
20:ভালোবাসা ও ভালোবাসার মানুষ : সে ছিল , আছে এবং থাকবেও চিরটাকাল ।
21:স্কুল বন্ধু নাকি কলেজ ? : অবশ্যই স্কুল । সময়ের সাথে সাথে অনেক নতুন বন্ধু যোগ হয়েছে।
22: ঘোরার ইচ্ছা : নিজের দেশ টাই দেখা হল না।
23:ধর্ম : মানুষকে ভালোবাসা
24:ঘৃণাঃ টিকি এবং দাড়ি ধারী সেই দো পেয়ে গুলোকে যারা ধর্মের নামে ঘৃণা ছড়ায়।
25: প্রিয় পোশাক : পাজামা - পাঞ্জাবি
26: চেষ্টা : যা এখনো পারি নি, একজন মানুষ হয়ে বাঁচা।
27: শেষ ইচ্ছা: মঞ্চে অভিনয় করতে করতে জীবনের উইংসে ঢুকে যাওয়া! No Curtain Call.
যদি ইচ্ছা হয় তাহলে নিজেদের মত করে লিখুন এবং সকলের সাথে নিজের অনুভূতি ভাগ করে নিন।
5:প্রিয় আইসক্রিমঃ বরফ আইসক্রিম তারপর চকোলেট (কেউ খাওয়াতে এলে মুস্কিল একসঙ্গে ৮/১০ টা খেয়ে নিই)
6:প্রিয় রংঃ নীল - আকাশী।
7:গান চলে তো? আমি সুর ভালোবাসি। ভারতীয় এবং পাশ্চাত্য ক্ল্যাসিকাল ভোক্যাল মাথায় ঢোকে না, মাথা ধরে যায় (তবে ক্ল্যাসিকাল বেস ভোক্যাল যেমন “কা ক্রু সজনী আয়ে না বালম” বা “বেহাগ যদি না হয় রাজি” জাতীয় গান অসাধারণ লাগে)
8:প্রিয় tv show : এক সময় দেখতাম। তেরো পার্বণ, নুক্কড়, আরও অজস্র নাম আছে। এখন দেখি না ।
9:ট্যাটু : ভালো লাগে না।
10: মিষ্টি : নরম, তুলতুলে রসগোল্লা।
11:বিড়ি , সিগারেট : ছেড়ে দিয়েছি
12:রাতচড়া না ভোরেওঠা : মুডের উপর নির্ভর
13:সপ্তাহের ভালো দিন : যদি মনে হয় তাহলে প্রতিদিন
14:ডাক নাম : অজস্র। বাবু, বাবুরাম, গোবলা, সোনা, মোটা, (আর একটা নাম শুধু একজন উচ্চারণ করে তাই তাঁর জন্যই থাক)
15:প্রিয় ঋতু: রুদ্র বৈশাখ আসে ধরাকে পুড়িয়ে ছাই করে দিতে আসে নর্তন ছন্দে, ধ্বংসের উদ্দাম আনন্দে। সেই ধ্বংসের মাঝে ঝরে ধারা – জাগে সৃষ্টির বীজ। সেই বীজ কে পূর্ণতা দিতে আসে বর্ষা। রুদ্র বৈশাখ আর কিশোরী বর্ষার মিলনে ধরিত্রী জন্ম দেয় সন্তানের। আসে শরৎ! ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব – ওই চাঁদের পাহাড় ঠিক দেখতে পাব। মাথা দোলায় ধানের শীষ – জাগে কাশ ফুল। পৃথিবী নবীন হয়। পা বাড়ায় পূর্ণতার দিকে.। নতুন ভাতের গন্ধ গায়ে মেখে আসে হেমন্ত। একই সাথে ডাক পড়ে চলে যাওয়ার – পাতা ঝরানোর সময় শুরু হয়। আসে যে পউষের বেলা। জীবনের শেষ তো শেষ নয়, সে আহ্বান জানায় নতুন জীবন কে – পায়েস মুখে দিয়ে আসে নতুন জীবন, আসে বসন্ত। তাই কাউকেই তো আলাদা করতে পারি না। সব্বাই আমার কাছে ভীষণ প্রিয়।
16:পাহাড় না সমুদ্র : পাহাড় , মালভূমি, সমুদ্র – আসলে প্রকৃতি এবং তাঁর সাথে মিশে থাকা মানুষ।
17:সদাই হারাই : নিজেকে।
18: বিরিয়ানি : বিরিয়ানি দূর! ওটা হল সিনেমার নায়িকা। প্রেমে পড়েছি সাদা – ভাত আর কষা মাংসের। পরকীয়া প্রেম পোলাও – কষা মাংস। প্রিয় বান্ধবী – খিচুড়ি এবং খিচুড়ি
19:স্কুলে ফিরে যাবো? কেন? : অবশ্যই। অনেক ভুল করেছিলাম, সে গুলো যদি আবার শুধরে নিতে পারি।
20:ভালোবাসা ও ভালোবাসার মানুষ : সে ছিল , আছে এবং থাকবেও চিরটাকাল ।
21:স্কুল বন্ধু নাকি কলেজ ? : অবশ্যই স্কুল । সময়ের সাথে সাথে অনেক নতুন বন্ধু যোগ হয়েছে।
22: ঘোরার ইচ্ছা : নিজের দেশ টাই দেখা হল না।
23:ধর্ম : মানুষকে ভালোবাসা
24:ঘৃণাঃ টিকি এবং দাড়ি ধারী সেই দো পেয়ে গুলোকে যারা ধর্মের নামে ঘৃণা ছড়ায়।
25: প্রিয় পোশাক : পাজামা - পাঞ্জাবি
26: চেষ্টা : যা এখনো পারি নি, একজন মানুষ হয়ে বাঁচা।
27: শেষ ইচ্ছা: মঞ্চে অভিনয় করতে করতে জীবনের উইংসে ঢুকে যাওয়া! No Curtain Call.
যদি ইচ্ছা হয় তাহলে নিজেদের মত করে লিখুন এবং সকলের সাথে নিজের অনুভূতি ভাগ করে নিন।
No comments:
Post a Comment