04 May, 2020

বন্ধ

শিকল ভাঙার গান নাকি শিকল ভাঙার শব্দ।
করোনা শৃঙ্খল ভাঙতে সামাজিক দূরত্ব একটা অন্যতম পন্থা।
তাই শিকল ভাঙতে হবে – দূরত্ব রাখতে হবে।
পাড়ার সেলুনে যাওয়া বন্ধ – বন্ধ ওই সেলুনে ব্লেড – জেল (সাবান) – আফটার সেভের ব্যবহার। বন্ধ সেলুন মালিকের রোজগার। ভাঙল শিকল।
বাইরে বার হওয়া প্রায় বন্ধ – জুতো পালিশের নেই দরকার। বন্ধ ওই মানুষগুলোর রোজগার।
ভাঙল শিকল।
বাসে চড়া বন্ধ – বন্ধ বাস কর্মীর রোজগার। ভাঙল শিকল।
বন্ধ ট্রেন - কানে আসে না হকারের চেনা চিৎকার - বন্ধ তার রোজগার। ভাঙল শিকল।
বন্ধ সামাজিক জমায়েত – বন্ধ বিয়ে – সাদি। ক্যাটারারের নেই দরকার! রাঁধুনে আছে যারা – আছে যত ওয়েটার – বন্ধ সবার রোজগার। ভাঙল শিকল।
বিয়ে – সাদি বন্ধ, হল না বর্ষ বরণ – হবে না অক্ষয় তৃতীয়া এইবার।
সোনা কেনা হল না এবার। বন্ধ কারিগরের রোজগার।
ভাঙল শিকল।
হাতে নেই টাকা – পুরানো জামাটার বদলে নতুন জামা যদি বা কেনা দরকার
থাক – চলুক আর কিছু দিন
বাইরে তো হতে হচ্ছে না বার
জামাটা রইল পড়ে – কারিগরের ঘরে
বন্ধ যে তার রোজগার।
ভাঙল শিকল।
এইরকম ভাবে ভেঙে চলেছে অজস্র শিকল।
মাঝে মাঝে কানে তালা লেগে যাচ্ছে এই শিকল ভাঙার শব্দে।
করোনা শিকল হয়তো ভেঙে যাবে একদিন কিন্তু
এই শিকল গুলো জোড়া বড় দরকার।
নইলে মানুষ বাঁচবে না আর।
তাই মনে হয় – আজ এসেছে সময়
আজ কোন এক কবি লিখুন শিকল জোড়ার গান
যে শিকল মানুষকে ভরসা দেবে।

No comments:

Post a Comment