মানুষ যুদ্ধ দেখেছে -
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
বোমা - গুলির আঘাতে,
ঘরে অথবা রাস্তায়
নগরে অথবা গ্রামে
প্রান্তরে কিংবা গ্যাস চেম্বারে
মরেছে কাতারে কাতারে
তারপর এল সেই দিন
এক সুন্দর সকালে
যখন নীল আকাশে উড়ে চলেছিল
সাদা মেঘের ভেলা
সেই প্রশান্ত আকাশ থেকে নেমে এল সভ্যতার আশীর্বাদ!
পৃথিবী থমকে গেল পলকের জন্য
সেই খন্ড মুহুর্ত স্থায়ী হয়ে গেল পৃথিবীর ইতিহাসে
ছাপ রইল আঁকা কংক্রিট দেওয়ালে!
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ
বোমা - গুলির আঘাতে,
ঘরে অথবা রাস্তায়
নগরে অথবা গ্রামে
প্রান্তরে কিংবা গ্যাস চেম্বারে
মরেছে কাতারে কাতারে
তারপর এল সেই দিন
এক সুন্দর সকালে
যখন নীল আকাশে উড়ে চলেছিল
সাদা মেঘের ভেলা
সেই প্রশান্ত আকাশ থেকে নেমে এল সভ্যতার আশীর্বাদ!
পৃথিবী থমকে গেল পলকের জন্য
সেই খন্ড মুহুর্ত স্থায়ী হয়ে গেল পৃথিবীর ইতিহাসে
ছাপ রইল আঁকা কংক্রিট দেওয়ালে!
৭৫ বছর পরে এসেছে আর এক বিশ্বযুদ্ধ
এ যুদ্ধে শত্রু আজও অচেনা
এ যুদ্ধ মানুষ কে বদ্ধ করেছে যে স্বাধীনতার জন্য আদি লগ্ন থেকে মানুষের সংগ্রাম
হারিয়েছে স্বাধীনতা
ধ্বস্ত আজ বিশ্বাস
দুর্বল মানুষ - ভীতু মানুষ
আশ্রয় নিত ধর্মের কাছে!
হায় রে মানুষ!
ধর্ম আজ ভীত মানুষের পরশ ভয়ে!
বন্ধ উপাসনালয় |
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গল্প - উপন্যাস পড়েছি অনেক,
সিনেমা দেখেছি বেশ কিছু I
কোথাও ছিল না এমন বন্ধ পৃথিবীর কথা!
২য় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ তম
বার্ষিকীর প্রাক্কালে
আমি এক বন্ধ পৃথিবী দেখছি
লক্ষ লক্ষ মৃত শরীর দেখছি
আমি নিশ্চিত
আমি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখছি!
শ্রীতোষ
এ যুদ্ধে শত্রু আজও অচেনা
এ যুদ্ধ মানুষ কে বদ্ধ করেছে যে স্বাধীনতার জন্য আদি লগ্ন থেকে মানুষের সংগ্রাম
হারিয়েছে স্বাধীনতা
ধ্বস্ত আজ বিশ্বাস
দুর্বল মানুষ - ভীতু মানুষ
আশ্রয় নিত ধর্মের কাছে!
হায় রে মানুষ!
ধর্ম আজ ভীত মানুষের পরশ ভয়ে!
বন্ধ উপাসনালয় |
তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে গল্প - উপন্যাস পড়েছি অনেক,
সিনেমা দেখেছি বেশ কিছু I
কোথাও ছিল না এমন বন্ধ পৃথিবীর কথা!
২য় বিশ্বযুদ্ধ সমাপ্তির ৭৫ তম
বার্ষিকীর প্রাক্কালে
আমি এক বন্ধ পৃথিবী দেখছি
লক্ষ লক্ষ মৃত শরীর দেখছি
আমি নিশ্চিত
আমি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখছি!
শ্রীতোষ
No comments:
Post a Comment