07 March, 2019

মা তোমাকে


কিছু মানুষ
ছাত্র যারা,
রাজনৈতিক প্রশ্ন করে না।
তারা উপরে উঠতে চায়,
অনেক উপরে
থাকতে চায় একা।


কিছু মানুষ
ছাত্র তারাও -
রাজনৈতিক প্রশ্ন করে
তারাও উপরে উঠতে চায়,
কিন্তু তারা একা উঠতে চায় না
একা থাকতে চায় না,
তারা থাকতে চায় সকলের সাথে
সবাইয়ের একজন হয়ে।

প্রথম দল না থাকলে
হয়ত বা দেশের উন্নতি ঘটে না,
কিন্তু দ্বিতীয় দল না থাকলে যে
দেশ টা দেশই থাকে না।
অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তোলার
কোন কণ্ঠ থাকে না।
দ্বিতীয় দল না থাকলে
প্রথমের কোন অস্তিত্ব থাকে না।

মা তোমায় বলি -
বরকত - সালাম রা ছাত্রই ছিল,
ছাত্র ছিল ক্ষুদিরাম আর দীনেশ,
ওরা যদি মানুষের কথা না বলত
তোমার ছেলে হয়ত বড় ডাক্তার
অথবা ইঞ্জিনিয়ার হত,
হয়ত বা কিছু মানুষকে চাকরীও দিত,
কিন্তু তারা মাতৃ ভাষায়
কথা বলার অধিকার হারাত,
তারা আজও পরাধীন দেশের
মানুষ হয়েই বাঁচত।

মা তুমি তোমার সন্তান কে নিয়ে
গর্ব কর,
তা তোমার অধিকার
কিন্তু অন্য মায়ের সন্তানকে
বিদ্রূপ কোরো না
ওই মায়ের সন্তান আছে বলেই
তারা রাজনীতি করে বলেই,
তোমার সন্তান আছে উপরে।
শ্রীতোষ ০৭/০৩/২০১৯

No comments:

Post a Comment