18 October, 2016

আজকের টেনি দা

ক্যাবলাদের রকে বসে জমাটি আড্ডা হচ্ছে চার মূর্তিমানের। টেনিদা প্যালাকে দিয়ে পিৎজা আনিয়ে নিজেই সিংহ ভাগ খেয়ে এখন মাদার ডেয়ারির দোকানের দিকে মাঝে মাঝেই তাকাচ্ছে তারপরেই তাকাচ্ছে ক্যাবলার দিকে। ক্যাবলা তখনই আকাশের দিকে তাকাচ্ছে।
প্যালা ব্যাপক চটে গিয়ে ভাবছে কি করে টেনিদাকে শিক্ষা দেওয়া যায়। হঠাৎ করে মাথায় বুদ্ধি এসে গেল।
প্যালাঃ টেনিদা, আজ তো গান্ধীজীর জন্মদিন। তা বল তো গান্ধীজীকে "মহাত্মা" বলে প্রথম কে ডেকেছিলেন?
টেনিদাঃ এ তো সোজা প্রশ্ন - রবি ঠাকুর।
প্যালাঃ (একটু চমকে গেছে) আচ্ছা বল তো গান্ধীজীকে "জাতির পিতা" বলে প্রথম কে ডেকেছিলেন ?
টেনিদাঃ (একটু মুচকি হাসি হেসে) নেতাজী। হুঁঃ হুঁঃ বাবা এই টেনি শর্মা ও এখন নিয়মিত ফেসবুক করে। আচ্ছা এবার তোকে একটা প্রশ্ন করি - বলতো আমাদের দিদিকে "সততার প্রতীক" বলে প্রথম কে ডেকেছিলেন ?
শুধু প্যালা নয় সক্কলে ভীষণ ঘাবড়ে গেছে। এই প্রশ্নের উত্তর তো তাদের জানা নেই। আবার উত্তর না দিতে পারলে টেনিদার গাঁট্টা তো আছেই কেষ্ট দা যদি তার প্রিয় জিনিস টা ছুঁড়ে মারে।
কিছু করার নেই দেখে সারেন্ডার করল।
প্যালাঃ তুমি বল। এ প্রশ্নের উত্তর আমার জানা নেই।
টেনিদাঃ বলতে পারি তবে তার আগে মাদার ডেয়ারির দোকান থেকে ৬ টা মিষ্টি দই নিয়ে আয়।
কি আর করা - দই আনতে হল। টেনিদা ৩ টে এবং প্যালার প্রায় পুরোটা খেয়ে যখন দেখল কাপে প্লাস্টিক ছাড়া আর কিছুই নেই - সেই সময় প্যালা বলল
প্যালাঃ এবার বল।
টেনিদাঃ আমিও জানিনা রে। আসলে কলিযুগে আমি তোদের এই প্রশ্নটা করব এটা মা কালী তাঁর দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছিলেন। তাই তিনি লজ্জায় এমন জিভ কেটেছিলেন যে সে জিভ আর ভিতরে ঢোকাতে পারেন নি কারণ এ প্রশ্নের উত্তর তিনিও জানেন না।
এই অবধি দেখলাম তার পরেই গিন্নির ধাক্কায় ঘুমটা ভেঙ্গে গেল।

No comments:

Post a Comment