18 October, 2016

মানব জীবন

একটা কথা বলি বাবুমশাইরা
একটু ভাববেন
নীল আকাশে সাদা মেঘ বেড়ায় ভেসে
বড় সুন্দর লাগে
কবি কাব্য লেখে
তাই তো ?

এবার বলি বাবুমশাই
আর একটু ভাবেন
মেঘের রঙ বদলে কালো হয়ে যায়
বাতাস ওঠে – বৃষ্টি নামে
বাতাস ঘর বাড়ি ভেঙ্গে দেয়
যখন সে ঝড় হয়
বৃষ্টি ফসলের খেত ডুবিয়ে দেয়
যখন সে বন্যা হয়।
ভুল বললাম ?
বল না বাবুমশাই
সূর্য না থাকলে
পৃথিবীতে বাতাস বইত কি
বৃষ্টি নামত কি?
বল না ।
ও বাবুমশাই
প্রভাত আর সন্ধ্যা সূর্যের রঙ
পৃথিবীকে সেই বার্তা দেয়
বলে
যে যতই বল আর চিৎকার কর
প্রভাত ও গোধূলির রঙ
বদলাতে পারবে না ।
তাই না ?
তাই বলি বাবুমশাই
নীল আকাশে সাদা মেঘ ছাড়া
বাঁচতে হয়তো পার
সূর্য ছাড়া
প্রভাত আর গোধূলি ছাড়া
বাঁচতে পারবে না
পারবে কি -বল না ?
কারণ প্রভাত – গোধূলির মাঝেই
লুকিয়ে আছে
মানব জীবন ।। শ্রীতোষ ১১/১০/২০১৬

No comments:

Post a Comment