18 October, 2016

অন্য এক প্রশ্ন !

আমায় অনেকেই বলে
তুমি একটু আধটু কবিতা লিখতে পার
তোমার হবে
(কবে কি হবে আমি জানি না সত্যি)
যদি তুমি তোমার স্বপ্নটাকে বাদ দিয়ে
লিখতে পার।
সমাজ কে দেখ কবির চোখে।

তুমি এক মানুষ
প্রতিদিন জীবন কে দেখছ
হয়তো সাধারণ মানুষের থেকে
একটু অন্য চোখে,
তাই তো তুমি কবিতা লিখছ।
তাহলে কেন উঠে আসে বারবার করে
প্রতিবাদ, স্লোগান, নতুন সূর্য
তোমার লেখায়?
শব্দ গুলো বড় ক্লিশে হয়ে গেছে
বড় সত্যি কথা।
একজন মানুষ নিজের চোখে
প্রতিদিন জীবন কে দেখে -
কেউ লেখে কবিতা, কেউ নাটক
কেউ বা গান
কেউ কিছুই লেখে না !
কিন্ত প্রত্যেকেই তো তার নিজের চোখে
জীবনকে দেখে – সমাজকে থেকে।
সমাজের প্রতিটি আচরণ
নিজের শিক্ষার দৃষ্টিতে দেখে,
নিজের আদর্শের দৃষ্টিতে দেখে,
তাই তার লেখনী বলে সেই সমাজের কথা
যে সমাজের কথা তার আদর্শ বলে।
হতে পারে বন্ধু – তোমার কাছে সে ভুল।
আমরা বাঙালিরা ঋণী যার কাছে
আমাদের লেখনীতে বার বার যার কথা উঠে আসে
তিনিও বলেছিলেন -
“আমার কবিতা জানি আমি, গেলেও বিচিত্র পথে
হয় নাই সর্বত্রগামী !”
যুগ যুগান্তরের কবির অমর উচ্চারণঃ
“যে আছে মাটির কাছাকাছি
সে কবির বাণী লাগি
কান পেতে আছি”।
অক্ষর হয়ে শব্দের পথ বেয়ে
জন্ম বাক্যের
বাক্য প্রকাশ করে মনের ভাব
নিজের মনের ভাবনাকে লুকিয়ে রেখে
চিন্তার বিরুদ্ধ পথে গিয়ে কোন মানুষ
বাঁচতে পারে কি ?
লিখতে পারে কি ?
সব সময় কোন এক মানুষ চলতে পারে কি ?
সারা জীবন না হয় পেটের জন্য
আপস করে গেলাম
তাই বলে কি নিজের মনের কথা
পারব না করতে প্রকাশ ?
যারা আমাকে অন্য ভাবে কবিতা লিখতে বলেন
তাঁদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। শ্রীতোষ ০১/১০/২০১৬

No comments:

Post a Comment