28 January, 2016

আমি সেই মেয়ে



মা তুমি আমার কথা শুনতে পারছ,
আমি, তোমার দুষ্টু-মিষ্টি  মেয়েটা
বাবা-দেখতে পারছ আমাকে?
তোমার মিষ্টুনি-কে
ভাই-আমার চুলটা দে না খুলে
যেমন করে পিছন থেকে এসে হঠাৎ করে
দিতিস খুলে-এই তো আমি তোর সামনে।
আমি ভালো নেই বাবা
মা আমি ভালো নেই
ভালো নেই রে ভাই।
না-আজ আমার শরীরে কষ্ট নেই কোনো
কষ্ট আমার মনে।
ওরা আমার দুটো পা চিরে দিতে পেরেছিল
ওদের ক্ষমতা ওখানেই শেষ ।
ওরা আমার চেতনাকে পারে নি চিনতে
পারবে আমার প্রতিবাদকে।
আমি আজ আমার দুই চেরা পা নিয়ে
রক্তাক্ত শরীর নিয়ে
আগুনঝরা চোখে দাঁড়িয়ে
ওদের সামনে এক জ্বলন্ত প্রতিবাদ হয়ে।
আমি দাঁড়িয়ে তোমাদের সাথে-
তোমাদের মাঝে
আর কাউকে দেব না আমার মত হতে
আর কোনো মেয়ের দাম ঠিক করতে দেব না।
আমি জানি-প্রতিবাদে তোমরাই আছ সাথে
আমার মা-বাবা-ভাই-বোনেরা।
আমি কামদুনির সেই মেয়ে
আমি কামদুনির সেই মেয়ে।

No comments:

Post a Comment