16 January, 2016

শূন্য

শূন্য থেকে শুরু করে আর এক শূন্যে মিলিয়ে যাওয়া
এক উইংস থেকে মঞ্চে এসে
অন্য এক উইংস দিয়ে অথবা
সেই একই উইংসে ঢুকে পড়া
মাঝখানে অভিনয় -
মঞ্চের বিভিন্ন প্রান্তে অথবা এক বাঁধা গণ্ডিতে
কখন ও আলোয় অথবা আলো - আঁধার কিংবা অন্ধকারে
আর শেষে চলে যাওয়া মঞ্চ ছেড়ে

মঞ্চে পা দেওয়ার আগে আমি তো সেই চরিত্র ছিলাম না
মঞ্চ থেকে বার হয়ে যাওয়ার পরে আমি তো সেই চরিত্র নই
এক অন্ধকার থেকে এসে অন্য এক অন্ধকারে মিলিয়ে যাওয়া
শূন্য থেকে শুরু করে আর এক শূন্যে মিশে যাওয়া

আমরা নিজেরাই জানি
আমরা অভিনেতা
তবু একটা মজার কথা
বলতে পারি
আমরা ওই উইংসে চলে যেতে
বড় ভয় পাই
আর সেটাই বাস্তব জীবনে এক শিল্পীর স্বপ্ন
সেই চায় - সে বাঁচে এই স্বপ্ন নিয়ে বুকে
একজন রাজনৈতিক শিল্পী
একজন অঙ্কন শিল্পী
একজন লেখক অথবা এক
এক নৃত্য শিল্পী কিংবা এক
স্বপ্ন দেখা মানুষ
ওই উইংসে চলে যাওয়ার আগে
সে বড় ভয় পায়
কিন্ত তার ভয় যায় হারিয়ে
যখন সে দেখে
উত্তরাধিকার। শ্রীতোষ ১৬/০১/২০১৬

No comments:

Post a Comment