17 January, 2016

বিপ্লব আনতে গেলে

ছোট ছোট কথা মিলে কবিতা হয়
কবিতায় সুর দিলে হয়ে যায় গান।
ছোট ছোট হাসি মিলে আনন্দ হয়
অনেক আনন্দ মিলে হয় ভালোবাসা।

ছোট ছোট ব্যাথা মিলে দুঃখ হয়
অনেক দুঃখ জল হয়ে ঝরে।

ছোট ছোট ক্ষোভ হয় প্রতিবাদ
অনেক প্রতিবাদ হয়ে একসাথে বিদ্রোহ জাগায়
অনেক বিদ্রোহ আনে বিপ্লব।

তাই কথা বল বন্ধু
হয় মুখে নাহয় কলমে,
কথা না বললে যে
হাসি আসবে না
আসবে না চোখে জল।

বিপ্লব আনতে গেলে যে
কথা বলা বড় দরকার। - শ্রীতোষ ১৬/০১/২০১৬

No comments:

Post a Comment