19 January, 2016

তোরা ধ্বংস হ

বাংলাদেশের ঘটনার প্রতিবাদে শুধু নয় পৃথিবীর সমস্ত প্রান্তে যে ভাবে শিল্পী - সাহিত্যিক - যুক্তিবাদী মানুষের, মানবিকতার কণ্ঠ রুদ্ধ করা দেওয়া হচ্ছে তার প্রতিবাদ।

সামনে ২১ শে ফেব্রুয়ারি !
আমিও গান টা গাই
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ শে ফেব্রুয়ারি / আমি কি ভুলিতে পারি
আরও একটা কবিতা যা অজিত পান্ডে তার কণ্ঠে অসাধারণ সুরে তুলে ধরেছিলেন
"কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা
সজনে ডাঁটায় ভরে গেছে ডাল টা
আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি
খোকা তুই কবে আসবি
কবে হবে ছুটি
চিঠিটা তার পকেটে ছিল
ছেঁড়া আর রক্তে ভেজা"
আমার মত বাঙ্গালীর চোখে জল আনে - যারা বাংলা ভালবাসে তাঁদের চোখে জল আনে


কিন্ত ইবলিশের বাচ্চারা - জানোয়ার রা
তোদের আর তোদের সমর্থকদের আচরণ
মানুষের চোখে - যারা মাতৃভাষা কে ভালবাসে তাদের চোখে ঘৃণা আনবে
কারণ তোরা হত্যাকারী
সভ্যতার হত্যাকারী।


তোদের দেখেছি আলেকজান্দ্রিয়ার পাঠাগার জ্বালাতে
আলেকজান্ডার রূপে
তোদের দেখেছি নালন্দা জ্বালাতে বক্তিয়ার রূপে
তোরা আইনস্টাইন কে জার্মানি থেকে তাড়িয়েছিলি
হিটলার রূপে
তোদের দেখি খেঁকি কুত্তার মত বামিয়ান বুদ্ধ করতে ধ্বংস
আর সুমেরীয় সভ্যতার নিদর্শন ভেঙ্গে
চোর বাজারে বিক্রি করে
অস্ত্র আর ভোগের জন্য মেয়ে মানুষ কিনতে
ISIS রূপে।


তোরা মুসলিম - হিন্দু - খৃষ্টান
কোন ধর্মের কেউ না
কোন দর্শনের কেউ না
তোরা মানবিকতার শত্রু
যত সব বেজন্মার দল।


জানি মৃত্যু জীবনের অভ্রান্ত পরিণতি
তবু যতদিন বাঁচব বলে যাব
আর লড়াই করে যাব
এই কথা বলার জন্য
ধর্মের নামে মানবিকতা আর
শিল্পের ধর্ষণ কারী বেজন্মা
পথ কুক্কুর তোরা
ধ্বংস হ -
তোরা ধ্বংস হ -
তোরা ধ্বংস হ -
তোরা ধ্বংস হ - শ্রীতোষ ১৮/০১/২০১৬

No comments:

Post a Comment