13 February, 2016

“ভালোবাসা”



পৃথিবীর ইতিহাসে সহস্রবার বলা কথা
বহু ভাবে প্রকাশ করা একটি ভাব –
কোনটি ?
সেই চির চেনা অথচ
প্রতিবার নতুন হয়ে ওঠা তিনটি শব্দ
“আমি তোমায় ভালোবাসি”
আর তাই -
“ভালোবাসা” দিয়ে গড়ে ওঠে “ভালো বাসা”।

আজ সকালে
খবরের কাগজে চোখ বোলাচ্ছিলাম
প্রতিদিনের মত –
রাজনীতি – খুন – ধর্ষণ – মারামারি – খেলা
কত খবর !
কোথাও লেখা হয়েছে
প্রতিবাদী মানুষের কথাও
খুব কম আছে তবুও !

একটা খবরে এসে আটকে গেল চোখ
এতক্ষণ খবর থেকে খবরে
ঘুরে বেড়ানো চোখ
গেল আটকে -
রুদ্ধ শ্বাসে পড়ে ফেললাম
প্রতিটি অক্ষর !

তারপর –
আমার ভালোবাসার মানুষটিকে বললাম
যত্ন করে তুলে রেখ কাগজটা
খবরটা রাখো বন্ধ করে 
হৃদয়ের গোপন সিন্দুকে,
রাখব আমিও।
যখন মন হয়ে যাবে খুব খারাপ
মনের আকাশ হয়ে যাবে অন্ধকার
বের করে এনো !
আনব আমিও।
দেখবে সাত রঙা রামধনু ফুটে উঠেছে
পূর্ণিমার চাঁদের কোমল আলোয়
ভরে উঠেছে মন !

কি সেই খবর ?
ভালোবাসার মানুষ
তার নিজের অঙ্গ দিয়ে
তুলেছে বাঁচিয়ে
নিজের প্রিয় মানুষটিকে।
না –
কোন ভ্যালেন্টাইন্স ডে লাগেনি
কোন রোজ ডে র হয় নি প্রয়োজন
হয় নি কিস করতে কিস ডে তে
বা চকোলেট ডে তে খাওয়াতে চকোলেট

শুধু হয়েছে প্রয়োজন
একটু খানি চেতনার
কিছুটা দৃঢ়তার
আর অনেকখানি ভালোবাসার
পাশাপাশি অপারেশন থিয়েটারে
শুয়ে থাকা দুটো মানুষ
এক হয়ে গেছে জীবনের চিরন্তন বন্ধনে

তারপর –
কেটে যায় দিনগুলো
প্রতিটি দিন হয়ে ওঠে
তাদের সেই চির চেনা
অথবা চির নতুন সেই
ভালোবাসার দিন
ভালো বাসায় থাকা দিন।

No comments:

Post a Comment