26 January, 2016

"রোহিত ভেমুলা" র মৃত্যু

"রোহিত ভেমুলা" র মৃত্যু কি জন্ম দিল এক নতুন "অনার্যায়ন" এর ? এক পুরানো চেতনা কি নতুন দিশা পাচ্ছে খুঁজে ?
যে চেতনার বশবর্তী হয়ে মাইকেল মধুসূদন লেখেন তাঁর অমর কাব্য অমিত্রাক্ষর ছন্দে - "মেঘনাদ বধ"।
যে চেতনায় রাম পররাজ্য আক্রমণকারী এক সাম্রাজ্যবাদী যিনি এদেশের আদিম দাক্ষিণাত্য বাসিদের কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিলেন তাদের অরণ্যের অধিকার - ভুমির অধিকার - তাদের আদিম সংস্কৃতির অধিকার। চাপিয়ে দিতে চেয়েছিলেন তাঁর তথাকথিত আধুনিক সভ্য সংস্কৃতি কারণ ওরা অসভ্য।
এর একটু পরিশীলিত রূপ পরবর্তী কালে আমরা দেখতে পাই বৃটিশ সাম্রাজ্যবাদী শক্তির মধ্যে। রামের মত তাদেরও বক্তব্য ছিল এক - ভারতের মানুষ অসভ্য তাদের সভ্য করার জন্যই আমরা কষ্ট করে এখানে এসেছি।
বিনিময়ে কি চাই রামের - কি চাই ইংরেজের ? অনন্ত দাসত্ব - চিরকালীন বশ্যতা। তোমাকে মেনে নিতে হবে তুমি নীচ - উচ্চ বর্ণকে পুজো করতে হবে> তোমার ছোঁয়া যদিও বর্জনীয় তবু তোমার হাতের পরিশ্রমে ফলানো ফসলে - বোনা পোশাকে এবং তোমার ঘরের সুন্দরী রমণী শরীরে উচ্চ বর্ণের প্রথম অধিকার। তোমাদের আমরা বানর, রাক্ষস বলব - প্রতিবাদ করবে না কখনও - করলে প্রথমে কুৎসা রটাব, লোভ দেখাব আর তাতেও যদি কাজ না হয় ? মনে রেখ - আধুনিক অস্ত্রবলে আমরা তোমাদের থেকে অনেক অনেক বেশী বলীয়ান। মাটিতে মিশিয়ে দেব তোমাদের জনপদ আমাদের রণোন্মত্ত সেনার পদভারে। আর এটা জেনে রেখ শত দেশপ্রেমিকের দেশপ্রেম দেশকে রক্ষা করার জন্য যথেষ্ট নয় যদি থাকে মাত্র একটি বিশ্বাসঘাতক।
কিস্কিন্ধ্যায় ছিল সুগ্রীব (এক নারী লোলুপ ক্লীব) এবং লঙ্কায় বিভীষণ। আমরা এদের মহান করেছি আর যারা সত্যিকারের বীর তাদের করেছি নীচ।
তাই দক্ষিণ ভারতে চিরকাল রাম পেয়েছে সাম্রাজ্যবাদীর তকমা আর রাবণ - মেঘনাদ কে দেওয়া হয়েছে দেশ প্রেমিকের সম্মান। পরবর্তী কালে প্রয়াত ডঃ দীপক চন্দ সহ আরও অনেক গবেষক - বিশ্লেষক এই মতের সমর্থন করে গেছেন এবং আমাদের মধ্যে যারা রামকে দেবতা বলে ভাবি তারাও কিন্ত বিভীষণ সম্পর্কে বলতে গিয়ে বলি "ঘরশত্রু বিভীষণ"।
আজ রোহিত ভেমুলা কি এই আর্য আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর - সমাজ সংস্কারের এক নতুন দিশা দেখাতে চলেছে ? ভেঙ্গে দিতে চাইছে সেই অচলায়তন
যেখানে আজও তথাকথিত দেবতার মন্দিরে সবার প্রবেশ নিষেধ ?
যেখানে আজও গ্রামের কুয়ো ব্যবহার করতে বাধা দেওয়া হয় সব মানুষকে ?
যেখানে আজও নিম্নবর্ণের মহিলা রান্না করেছেন বলে উচ্চবর্ণের বাচ্চাদের মিড - ডে মিল খেতে বারণ করা হয় ?
যেখানে আজও জাতের বাইরে (মনে রাখবেন ধর্মের বাইরে বলি নি) বিয়ে করতে গেলে মৃত্যু দণ্ড পেতে হয় পরিবারের / সমাজের হাতে ?
যেখানে আজও বহাল তবিয়তে রাজত্ব করে চলে "খাপ পঞ্চায়েত" এর মত একটি মধ্য যুগীয় প্রতিষ্ঠান ?
জানি না - উত্তর দেবে সময়। তবে এটা জানি আজ আমাদের মত যুক্তিবাদের অনুশীলন করা মানুষদের কাছে সুযোগ এসেছে উপরের লেখা সব প্রথা যা মানুষের মনুষ্যত্ব কে অপমান করে সেগুলিকে সমাজ থেকে দূর করে এক সংস্কার মুক্ত সুন্দর সমাজ গড়ে তোলার এবং একই সঙ্গে এই দাবী আদায় করা
সংরক্ষণের ক্ষেত্রে ধর্ম - জাতি - বর্ণ নয় একমাত্র আর্থিক অবস্থা হোক সংরক্ষণের মাপকাঠি
তবেই রোহিত ভেমুলার মৃত্যু সার্থক হবে - তাঁর আত্ম বলিদান সফল হবে।

No comments:

Post a Comment