03 September, 2014

প্রার্থনা (হয়তো বা এখন কবিগুরু এভাবেই লিখতেন)

চিত্ত যেথা লাজ শূন্য, নত যেথা শির
মিথ্যা যেথা মুক্ত, যেথা কারার প্রাচীর
আপন অঙ্গন তলে দিবস শর্বরী
প্রতারক সঙ্গীগণে জড়ায়ে ধরি,
যেথা কটুতা অন্তরের উৎসমুখ হতে
উচ্ছবসিয়া উঠে, যেথা অবারিত স্রোতে
দেশে দেশে দিশে দিশে মিথ্যাচার ধায়
সঙ্কীর্ণ স্বার্থ সিদ্ধকাম চরিতার্থতায়,
যেথা দুরপনেয় অন্ধকার মরু বালু রাশি
বিচারের স্রোত পথ ফেলিয়াছে গ্রাসি -
নারীরে করেছে হতমান, নিত্য যেথা
রানী, সর্ব চিন্তা কুকর্মের নেতা,
নিজ হস্তে রশি বন্ধন করি, তুমি পিতঃ
   মানব কুলাঙ্গারগণে দেখাও বন্দিত্ব।।

No comments:

Post a Comment