30 August, 2014

কথা বোল না, চুপ করে থাকো !
জেনো তোমার নীরবতা
প্রতিবাদ হয়ে ওঠে -
যখন তুমি শাসকের সুরে
মেলাও না গলা,
তার কথায় চলে না তোমার পা
শাসকের চাবুকের আঘাতে
চোখে জ্বলে আগুন কিন্ত নিঃশব্দ তুমি,
নিঃশব্দ নীরবতা তখন -
সশব্দ প্রতিবাদ হয়ে
আঘাত করে শাসকের চেতনায়।

অনেক বলা কথার থেকে
অনেক চাবুকের তীব্র আঘাতের চেয়ে
অনেক তীক্ষ্ণ সে প্রতিবাদ,
নীরব সে প্রতিবাদ জ্বালায় আগুন -
আর তখন তোমার পিঠের ওপর নেমে আসা চাবুকটা
শক্ত মুঠিতে ধরে,
মুচড়ে দুমড়ে তুমি ফেলে দাও
ইতিহাসের আবর্জনায়।

তখন বিদ্রোহ জাগে !

No comments:

Post a Comment