21 September, 2014

প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে

ভি সি মিথ্যার গান গায়
ভি সি রানিমার কথা কয়
ভি সি নিজের প্রভুকে চিরদিন
তাই রানিতেই খুঁজে পায়
রানী যে ভি সির স্বপ্ন প্রতিমা
রানী যে গলার সুর
ভি সি রানীর পথেতে হামাগুড়ি দিয়ে
এসেছে এতটা দূর।
রানী যে ভি সির জীবনানন্দ
রানী যে গলার সুর
ভি সি রানিমার কথা কয়
ভি সি মিথ্যার গান গায়
ভি সি পদতলে বসে
চপ্পল চুসে রানিমার স্ততি গায়
ভি সি পাণ্ডার সাথে উল্লাসে মেতে
করে নাটকীয় চিৎকার
ভি সি ধরা পড়ে শেষে নিজেকে বাঁচাতে
দেয় মিথ্যার হাহাকার
রানী যে ভি সির চক্ষের মণি
রানী যে ভি সির সুখ
ভি সি একবার দেখে
বার বার দেখে  দেখে যে রানীর মুখ
ভি সি মিথ্যাকে ভালবাসে
ভি সি রানিমাকে ভালবাসে
ভি সি রানীর হাত ধরে
এই পৃথিবীর শয়তানি পথে হাঁটে
ভি সি যত নষ্টামি গ্রহণ করেছে
বিনম্র শ্রদ্ধায়
মেশে শয়তানি আর নষ্টামি যত
ওই ভি সিটার মাথায়
রানী যে ভি সির চোখের কাজল
রানী যে মনের সুখ
ভি সি একবার দেখে
বার বার দেখে 
দেখে যে রানীর মুখ
ভি সি রানিমার গান গায়
ভি সি মিথ্যার গান গায়
ভি সি নিজেই নিজেকে
বিকিয়ে দিয়েছে রানিমার দুটি পায়
রানী যে ভি সির চক্ষের মণি
রানী যে ভি সির সুখ
ভি সি একবার দেখে

বার বার দেখে  দেখে যে রানীর মুখ

No comments:

Post a Comment