08 September, 2014

খোঁজ

তোমরা দেখেছ কেউ - দেখেছ সেই লোকটাকে,
আগুন নিয়ে রাতের অন্ধকার মিটিয়ে দিতে -
যে পথ হাঁটে।

শোন, দেখেছ একটা শিশুকে
বরফ কঠিন নিস্পন্দ এক বাগানে,
যে বইয়ে দিয়েছিল বসন্তের খোলা হাওয়া
দেখেছ তাকে ?

সেই মূর্তিটা পাইনে খুঁজে
শহরের মাঝখানে দাঁড়িয়ে,
একটা ছোট্ট পাখিকে নিয়ে সাথে
সে বিলিয়ে দিয়েছিল তাঁর সব কিছু।
কোথাও – কোন শহরে সেই রকম
আর একটি মূর্তি দেখেছ কেউ ?

আমি সেই শিশুটিকে খুঁজে বেড়াই
যে শাসকের রক্ত চোখের সামনে নির্ভয়ে
প্রশ্ন করতে পারে –
“রাজা তোর কাপড় কোথায়”
তোমরা কেউ সেই শিশুটিকে দেখেছ ?


আজ আমাদের বড় দরকার
আগুন বয়ে আনা সেই মানুষটিকে
সেই শিশুটিকে যে এনেছিল বসন্ত
সেই মূর্তি আর সেই পাখিটাকে
প্রশ্ন করতে পারা সেই নির্ভীক শিশুটিকে
এই অন্ধকার সময়ে বড় দরকার।

ওরা আছে – আছে ওরা !
ওরা লুকিয়ে আছে আমাদেরই মনের গভীরে
এসো আজ একসাথে মিলে
খুঁজে বের করে আনি ওদের
আলোয় ভরিয়ে দিই

আমাদের বড় প্রিয় এই পৃথিবীকে।

No comments:

Post a Comment