08 September, 2014

সরকারী কর্মচারী !

সরকারী কর্মচারী !

শোন বন্ধু আমি এক সরকারী কর্মচারী
তোমাদের ভাষায় এক অকাজের লোক
যোগ্যতা নেই ওই পদে কাজ করার
কারণ –
তোমাদের মত কঠিন জীবনের পরীক্ষায়
পাশ না করেই আমরা আজ
সরকারী কর্মচারী।
আমরা ফাঁকিবাজ – আমরা ঘুষখোর
আমরা নরকের কীট
দাদা ধরে চাকরী পাওয়া আমরা
সরকারী কর্মচারী
তোমাদের চোখে এই আমাদের পরিচয়।

আমরা নামি রাস্তার ম্যানহোলে
তোমাদের বর্জ্য পরিষ্কারে
আমরা তোমাদের বাড়ির ময়লা নিই তুলে
রাস্তা দিই ঝাঁট – রাতে রাস্তার আলো দিই জ্বালিয়ে
আমরা দাদা ধরে কাজ পাওয়া সরকারী কর্মচারী।

তোমাদের বাড়ির সামনে
জাগি রাত লাঠি হাতে
সমাজের ময়লা পরিষ্কারে করি কাজ
দিনে রাতে
উৎসবের রাতে তোমরা ঘুরে বেড়াও
ঘামে ভেজা সাদা জামা পড়ে
রাত ভোর তোমাদের পথ রাখি সুন্দর
আমি এক ঘুষখোর সরকারী কর্মচারী।

তোমরা চল পথ - উৎসবে প্রয়োজনে
দিনে কিংবা রাতে
গ্রীষ্মে অথবা শিতে
সদা সতর্ক আমরা সামনে এবং পিছনে
চাকার আওয়াজে ঢাকা পড়ে আমাদের
হৃদয়ের শব্দ –
আমরা ইঞ্জিনের কালি গায়ে মেখে
তোমাদের গালি খাওয়া সরকারী কর্মচারী !

আমরা সীমান্তে জাগি রাত
বরফ অথবা বালির মাঝে
দিন – রাত দিই পাহারা
কানের পাশ দিয়ে শিস দেয় গরম বুলেট
তাতে কি ?
তোরা ওর জন্য পয়সা পাস
তোরা হতচ্ছাড়া সরকারী কর্মচারী।

আমরা যখন নিজেদের কথা বলতে চাই
করি প্রতিবাদ
ধিক্কার দাও তোমরা
আরও কত পেলে পেট ভরবে তোদের
কাজের সময় চেঁচাস কেন জোরে
ওটাই তোদের কাজ
কাজে ফাঁকি মারা তোরা সরকারী কর্মচারী।

একদিন
নামব না ম্যানহোলে – দেব না রাস্তা ঝাঁট
জ্বালাব না আলো – রাতে কিম্বা দিনে
থাকব না পাহারায়-
ইঞ্জিন হবে বন্ধ-
সীমান্ত অবারিত হবে
চেক পোষ্ট গুলো রেখে দেব ফাঁকা
পরীক্ষা করব না কাগজ অথবা শরীর
জ্বলছে জ্বলুক আগুন – মুখ নেব ফিরিয়ে
রাস্তার ওপারে দাঁড়িয়ে
বিচার চেয়ে আসবে সেদিন
দেব ফিরিয়ে (কি কাজ অপদার্থের কাছে বিচার চেয়ে)
সেদিন বুঝবে তোমরা –
আমরা  নই শুধু সরকারী কর্মচারী

আমরা দরকারি কর্মচারী।

No comments:

Post a Comment