03 August, 2014

কখনও একটা আকাশ ছিল
নদীর পারে একা
বয়ে যাওয়া মুক্ত বাতাসের সাথে।

কখনও বা একটু বাতাস ছিল
আকাশ পারে একা
বয়ে যাওয়া নদীটার সাথে।

কখনও একটা নদী ছিল
বাতাসের সাথে একা
আকাশের সাথে ।

তুমি – আমি – আমরা সবাই
আকাশ – বাতাস – নদীর সাথে
খেলা করতাম।
বড় প্রিয় আমাদের
আকাশ – বাতাস – নদী।

নীল আকাশ কালো ধোঁয়ায়
মিশেছে বাতাসে বিষ
নদীটা মজে গেছে
বদলে গেছি আমরা সবাই।

তবু আশা রাখি মনে
নীল আকাশে বয়ে যাওয়া মুক্ত বাতাস
খুঁজে পাবে নদীটাকে,
বদলে যাওয়া আমরা সবাই
বদলাব আবার
নীল আকাশের জন্য
মুক্ত বাতাসের জন্য

বয়ে যাওয়া নদীটার জন্য !

No comments:

Post a Comment