15 August, 2014

স্বাধীনতা

স্বাধীনতা !
অর্থ কি তার ?
বিদেশী বেনিয়াদের জায়গা নিল স্বদেশীরা!
রক্ত আর ঘাম করল না জায়গা বদল।

আমার এ সোনার দেশ
এ সোনার মাটি-
এ মাটিতে ঘাম ঝরানো
রামু কাকার ফসল,
এ মাটির বুক চিরে তুলে আনা-
রহিম চাচার কালো হীরে
যোগায় ওদের মুখের খাবার-
যারা বসে থাকে এয়ার কন্ডিশনড ঘরের
নিশ্চিন্ত আরামে !
স্বাধীনতা প্রতিদিন মুখ ঢাকে বেদনায়।

শব্দহীন বেদনা নিয়ে জল ভরা চোখে
স্বাধীনতা দেখে,
নিশ্চিন্ত আরামে বসে থাকা সুখী মানুষ গুলো
ধর্মের নামে – জাতের নামে লড়িয়ে দেয়
রাম – রহিমকে,
রাম – রহিমের রক্ত ঝরে-
ওরা পুলিশের নিশ্চিন্ত প্রহরায় উস্কানি মারে
স্বাধীনতা মুখ ঢাকে লজ্জায়।

লজ্জায় মিশে যায় স্বাধীনতা মাটিতে !
কারণ কিছু বন্ধ সুটকেস
কিছু কলমের আঁচড়
বিক্রীত হয়- দেশের সম্পদ
বিকৃত হয়- দেশের মাটি
তাঁর আঁচল – তাঁর সম্ভ্রম!

ছিন্ন আঁচলে – লুণ্ঠিত সম্ভ্রম নিয়ে
স্বাধীনতা মুখ লুকায়
রাতের নিরাপদ আঁধারে,
এইটুকু ভরসায়-
একদিন রাম – রহিমের ঘরে অন্ন উঠবে,
মরবে না ওরা দাঙ্গায়-
সেদিন স্বাধীনতা নতুন শাড়ি পরে
সুন্দর হয়ে সেজে দাঁড়াবে,
তেরঙ্গার তলে-

ভারত – ভাগ্য – বিধাতার আশীর্বাদ নিয়ে।

No comments:

Post a Comment