05 June, 2024

ভিখারি

 পয়সার দরকার সকলেরই

যদিও কপিলদেব আর ক্রিস গেইল গুটকার বিজ্ঞাপন করে যখন

অভিনেতারাও

তাকে / তাদের আমরা ভিখারি বলতে পারি না

৫০০/- অথবা ১০০০/- নেয় যারা

তাদের ভিখারি বলি

আমিও বলি |


আমি ও  বলি শিক্ষার চেয়ে ভিক্ষা বড় |

আমার পাশে হেঁটে বেড়ানো মানুষ গুলোর দিকে

তাকিয়ে ভাবি

৫ টাকার ডিম - ভাতের কাউন্টারে দাঁড়ানো

মানুষ গুলো কে দেখে লিখি

ওদের যদি বলি চাকরী দেব

ওরা আসবে না

কারণ ওদের চরিত্র বদলে গেছে |


সেই কথা গুলো বলার সময়

আমি গুটকার বিজ্ঞাপন করা

বড় বড় বাংলোয় থাকা 

...... গুলোর কথা ভুলেই যাই |

Excellent - অসাধারণ - অনন্য

চিন্তনশীল - প্রগতিশীল

আমি ।


এদের সাথে ওদের

ওদের সাথে এদের

ফারাক ?


প্রশ্ন করলেও কিই বা করতে পারব

তাই ভেবে হয়তো প্রশ্ন করতে ভুলেই গেছিলাম

তবু কেন জানি  না আজ মনে হল

নিজের কাছে নিজেই না হয় প্রশ্ন করে দেখি |


একদিন হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি


এখন দেখি কোন ফারাক নেই


ফারাক একটাই

আমি কাউকে ভিখারি বলি

আর অন্যকে - -


শ্রীতোষ ০৫/০৬/২০২৪

01 June, 2024

 

কে কত ত্রিপ (বাংলায় TRP) বাড়াতে পারে তার উদ্দাম নেত্য শুরু হয়ে গেছে লিচ্চয়?
আমি নিহিউজ টিবি চ্যানেল দেখি না অনেক দিন
আর ১৯৮৭ সাল থেকে ২০২৪ - কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পড়ে আমার মত জানতে আসে নি।
গড়িয়া আতাবাগান হেলথ সেন্টারে র কোন এক বুথের ভোটার আমি
সেখানেও এই এত বছরে
কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পরে
আমার মত জানতে আসে নি
আমি দেখি নি এবং জানি নি এলাকার কোন বন্ধু দের কাছ থেকে
আমি শুনি নি আমার কোন অফিস কলিগের কাছ থেকে
এমন কি আমার কোন আত্মীয়ের কাছ থেকে
কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পরে -
তাঁদের মত জানতে এসেছে।
আপনি বলবেন
তুই হতভাগা কে
কি তোর পরিচয়?
তোর কাছে অথবা তোর এত পরিচিতের কাছে
মত জানতে হবেই হবে?
ওরে এটা আঙ্কিক নিয়ম।
ভাত ঠিক ঠাক সেদ্ধ হয়েছে কিনা
সেটা জানতে গেলে
একটা চাল টিপলেই জানা যায়।।
স্যার / ম্যাডাম আমি মাথা নত করে দিলাম আপনাদের চরণতলে।
আপনারা শুধু বলুন
আপনাদের কারো কাছে এবং আপনাদের পরিচিত কজনের কাছে
এই সব অংক বানাতে চাওয়া জীব গুলো গেছিল।
বক্তব্যের শেষে শেষ বড় প্রশ্নঃ
তাঁদের কি আপনারা সঠিক উত্তর দিয়েছেন?
যদি না দিয়ে থাকেন
তাহলে কিসের ভিত্তিতে এই অনুমান?
যদি দিয়ে থাকেন
তাহলে সাংবিধানিক অধিকার ভঙ্গের জন্য আপনি এবং সেই সাংবাদিক এখন ও কেন জেলের বাইরে?
কোন সাংবিধানিক অধিকার?
১) আপনার ভোট আপনার নিজের ভোট। আপনি কোন রাজনৈতিক দল কে সমর্থন করছেন (রাজনৈতিক দলের সদস্য নয় একজন সাধারণ মানুষ হিসাবে) সেটা অন্য কেউ জানতে পারবে না;
২) সেই জন্যই ঘেরা স্থানে ভোট দিতে হয়
এরপর যদি বার হয়ে এসে কেউ মিডিয়ার সামনে বলেন আমি অমুক কে ভোট দিয়েছি তাহলে তিনি সংবিধান ভঙ্গ করছেন
আর ভারতীয় মিডিয়া
তারা সরকারী কর্মচারী নয়
আর এ মহাভারতে
আইন ভঙ্গ করা হল আইন
অতএব
আমি ধ্যান মগন হলাম।

29 April, 2024

নিজের কথা

 দু একটা লাইন লিখতে বাধ্য হলাম |

আমি ভেবেছিলাম এই গ্রুপ সব ধরনের মানুষের মতামত কে গ্রহণ করবে |

বাস্তবে দেখছি

কেউ যদি রাজনৈতিক কোন মতামত লেখেন তাহলেই

চিল - চিৎকার শুরু হয়ে যায়

আবার একটি বিশেষ মত নিয়ে লিখলে

জয় জয়কার বাজে ।


আজ পর্যন্ত একটা পোস্ট দেখিনি

যাতে দেহ দান / চোখ দানের উপকারিতা নিয়ে একটা অক্ষর ও লেখা আছে

লেখা আছে রক্ত দান নিয়ে |


আমি নিজে পোস্ট করি না

কমেন্ট করি

তার উত্তরে পেয়েছি

অসহিষ্ণুতা (অর্থহীন কুযুক্তি সংগত)


আমি নিজে কোন গ্রুপ ছাড়ি না

তবে মনে হয়

কি মনে হয় -

সেটা থাকুক আগামীর গভীরে |

( প্রসঙ্গত জানাই এই লেখাটা

 আমার ব্লগে থাকবে)



22 April, 2024

অন্য এক জিজ্ঞাসা

 একজন সাধারণ মানুষ দেখছে

কিছু মান এবং হুঁশ না থাকা মানুষ

আজও নিজেদের অন্যায় স্বীকার করে না

শুধু গোয়েবলস এর মত চিল্লে যায়

গোয়েবলস কিন্তু নিজের সাত সন্তান কে মেরে

আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল


আমিই সেরা বলা ইতিহাস

এটাই দেখায় |


আশা করি ভারত এবং পশ্চিম বঙ্গে

বার্লিন বাঙ্কারের বাস্তব লেখা হবে না |

09 April, 2024

ভোট ভিখারি দের প্রতি প্রশ্ন

 

প্রশ্ন

প্রশ্ন কিছু থাকছে

মনের মধ্যে জাগছে

কার মনে

যে সরকারী কর্মচারীর ভোট দিয়ে একটি

রাজনৈতিক দলকে পছন্দ করার অধিকার আছে

কিন্তু সেই রাজনৈতিক দলের সমর্থনে

একটিও শব্দ বলার অধিকার নেই।

CCS (CCA) CONDUCT RULE অনুসারে।

 

তবু প্রশ্ন জাগছে

(যারা শূন্য নয় তাদের প্রতি এ প্রশ্ন নয়)

আপনারা ভোট  ভিক্ষা করতে

ভোটারের কাছে যাচ্ছেন – তাই তো?

তাঁদের প্রতি অজস্র হাজার প্রতিশ্রুতি দিচ্ছেন

তাঁদের দুঃখের – কষ্টের কথা শুনছেন????

তারপর আবার তাঁদের ঘরে বসে গিলছেন

মাদুরে বসে।

 খেতে খেতে হাসছেন।

ওঁদের ঘরে মাটির থালা থাকে কি

জিজ্ঞাসা করেছেন?

এই রকম ভাবে সাজিয়ে – গুছিয়ে

ওরা ৩৬৫ দিন খেতে পায় কি

জিজ্ঞাসা করেছেন?

ভোট ভিখারি আপনারা

গ্লিসারিন চোখে না দিয়ে

এক ফোঁটা চোখের জল কি ফেলতে পারছেন

মনের ভিতর থেকে?

 

একবারও কি নিজের মন কে – বিবেক কে জিজ্ঞাসা করছেন

আমি নিজে ঠিক কিনা

আমি মানুষের পাশে সত্যি ই দাঁড়াতে পারব কিনা?

 

যদি পারেন

আপনাকে স্বাগত জানাই

ভোটে হেরে গেলেও।

আপনি, আমার নিজের লোকালয়ের কোন

একটি অনুষ্ঠানে এলে

যদি সুযোগ  পাই

নিজ হাতে চেয়ার মুছে দেব।

আমার ব্যক্তিগত

আনন্দের কথা সেদিন দেখতে গেলে তো

আপনাদের মান + হুঁশ থাকা মানুষ হতে হবে

গ্লিসারিন চোখে না দিয়ে

মানুষের দুঃখে চোখের জল ফেলার

ক্ষমতা রাখতে হবে।

 

তাই আমি আপনাদের জন্য কোন দিন ও চেয়ার

মুছব না ।

তবে নাটকের সেই কাঠের রাইফেল কে

সত্যি ভেবে

চেঁচিয়ে উঠব

আপনাদের দিকে

“মা এটা হল বোল্ট

এটাকে মাছি বলে

এর মধ্যে দিয়ে নিশানা করতে হয়

আর এটা “ট্রিগার”

দেখতে পারছ – নিশানা করতে পারছ

সমাজের নোংরা বুকটাকে

THEN PULL THE TRIGER”

শ্রীতোষ ০৯/০ ৪/২০২৪

04 April, 2024

 আমি এক সাধারণ ভোটার

নির্বাচন স্বয়মাগত

( সময়ে আগত )

শুনছি হাহাকার

একটি ভোট দে দে মাই বাপ 

 

আমার মুখ দেখে ভোট দে

কোন বিশেষ নামের জন্য ভোট দে |

ওরা নিজেদের দেখাতে চায়

ওরা মর্যাদা পেতে চেয়ে

এদল থেকে সে দলে

 আবার ব্যাক স্পেস দিয়ে পুরানো দলে

কিংবা এন্টার মেরে

সেই সে দলে ঘুরে ঘুরে বেড়ায়

ওরা জনসেবা করতেই চায় |


আমরা সাধারণ ভোটার

যারা জনসেবা করার জন্য

রঙ বদলায়

চার দেওয়ালের মধ্যে নিজেদের

বদ্ধ রেখে

তাদের ভোট দিয়ে যাই

অথবা জনগণের গণতান্ত্রিক সেবকের অসীম করুণায়

আমাদের শান্তি পূর্ণ ভোট দান হয়ে যায় |


ঠিক কিনা ?


একজন সাধারণ ভোটার

দেখে আর হাসে

সে জানে

একজন সাধারণ মানুষ হিসাবে

সে নিজের এথিক্স মেনে

একটি সিদ্ধান্ত নিতে পেরেছে |


দলবদলু জাতীয় গণ জন সেবকরা

( এবং তাদের প্রশ্রয় / আশ্রয় দাতা - দাত্রীরা)

হয়তো বা জেতে 

আসলে হারে |


আসলে এই সব উলঙ্গ জন সেবকরা

নিজেদের নগ্নতা কে মানতেই চায় না

এবং যারা তাদের উলঙ্গ রূপ দেখিয়ে দেয়

তাদের অত্যধিক ভালোবেসে

সরকারী আতিথেয়তা দেয় |

শ্রীতোষ ০৪/০৪/২০২৪

03 April, 2024

অন্য প্রশ্ন

 শূন্যের নিচে কিছু আছে কি ? 

তাহলে চিন্তার কি আছে ? 

আমার এক বন্ধু লিখেছেন শূন্যের নিচে মাইনাস আছে | 

বড় ভালো লেগেছিল শব্দ গুলো দেখে | 

মাইনাস সিট ও তাহলে আছে | 

যারা শূন্য তাঁরা ১ হওয়ার কল্পনার আনন্দে বাঁচেন 

এবং

যারা ১০০ তারা ৯৯ হওয়ার ভয়ে বাঁচে | 

প্রশ্ন একটাই - আনন্দে অথবা ভয়ে বাঁচব ?


আপনি কি ভাবে বাঁচতে চান ? [