পয়সার দরকার সকলেরই
যদিও কপিলদেব আর ক্রিস গেইল গুটকার বিজ্ঞাপন করে যখন
অভিনেতারাও
তাকে / তাদের আমরা ভিখারি বলতে পারি না
৫০০/- অথবা ১০০০/- নেয় যারা
তাদের ভিখারি বলি
আমিও বলি |
আমি ও বলি শিক্ষার চেয়ে ভিক্ষা বড় |
আমার পাশে হেঁটে বেড়ানো মানুষ গুলোর দিকে
তাকিয়ে ভাবি
৫ টাকার ডিম - ভাতের কাউন্টারে দাঁড়ানো
মানুষ গুলো কে দেখে লিখি
ওদের যদি বলি চাকরী দেব
ওরা আসবে না
কারণ ওদের চরিত্র বদলে গেছে |
সেই কথা গুলো বলার সময়
আমি গুটকার বিজ্ঞাপন করা
বড় বড় বাংলোয় থাকা
...... গুলোর কথা ভুলেই যাই |
Excellent - অসাধারণ - অনন্য
চিন্তনশীল - প্রগতিশীল
আমি ।
এদের সাথে ওদের
ওদের সাথে এদের
ফারাক ?
প্রশ্ন করলেও কিই বা করতে পারব
তাই ভেবে হয়তো প্রশ্ন করতে ভুলেই গেছিলাম
তবু কেন জানি না আজ মনে হল
নিজের কাছে নিজেই না হয় প্রশ্ন করে দেখি |
একদিন হয়তো এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে পারি
এখন দেখি কোন ফারাক নেই
ফারাক একটাই
আমি কাউকে ভিখারি বলি
আর অন্যকে - -
শ্রীতোষ ০৫/০৬/২০২৪
No comments:
Post a Comment