01 June, 2024

 

কে কত ত্রিপ (বাংলায় TRP) বাড়াতে পারে তার উদ্দাম নেত্য শুরু হয়ে গেছে লিচ্চয়?
আমি নিহিউজ টিবি চ্যানেল দেখি না অনেক দিন
আর ১৯৮৭ সাল থেকে ২০২৪ - কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পড়ে আমার মত জানতে আসে নি।
গড়িয়া আতাবাগান হেলথ সেন্টারে র কোন এক বুথের ভোটার আমি
সেখানেও এই এত বছরে
কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পরে
আমার মত জানতে আসে নি
আমি দেখি নি এবং জানি নি এলাকার কোন বন্ধু দের কাছ থেকে
আমি শুনি নি আমার কোন অফিস কলিগের কাছ থেকে
এমন কি আমার কোন আত্মীয়ের কাছ থেকে
কোন সুভদ্র হিউজ পেপার এবং হিউজ চ্যানেল
ভোটের আগে এবং পরে -
তাঁদের মত জানতে এসেছে।
আপনি বলবেন
তুই হতভাগা কে
কি তোর পরিচয়?
তোর কাছে অথবা তোর এত পরিচিতের কাছে
মত জানতে হবেই হবে?
ওরে এটা আঙ্কিক নিয়ম।
ভাত ঠিক ঠাক সেদ্ধ হয়েছে কিনা
সেটা জানতে গেলে
একটা চাল টিপলেই জানা যায়।।
স্যার / ম্যাডাম আমি মাথা নত করে দিলাম আপনাদের চরণতলে।
আপনারা শুধু বলুন
আপনাদের কারো কাছে এবং আপনাদের পরিচিত কজনের কাছে
এই সব অংক বানাতে চাওয়া জীব গুলো গেছিল।
বক্তব্যের শেষে শেষ বড় প্রশ্নঃ
তাঁদের কি আপনারা সঠিক উত্তর দিয়েছেন?
যদি না দিয়ে থাকেন
তাহলে কিসের ভিত্তিতে এই অনুমান?
যদি দিয়ে থাকেন
তাহলে সাংবিধানিক অধিকার ভঙ্গের জন্য আপনি এবং সেই সাংবাদিক এখন ও কেন জেলের বাইরে?
কোন সাংবিধানিক অধিকার?
১) আপনার ভোট আপনার নিজের ভোট। আপনি কোন রাজনৈতিক দল কে সমর্থন করছেন (রাজনৈতিক দলের সদস্য নয় একজন সাধারণ মানুষ হিসাবে) সেটা অন্য কেউ জানতে পারবে না;
২) সেই জন্যই ঘেরা স্থানে ভোট দিতে হয়
এরপর যদি বার হয়ে এসে কেউ মিডিয়ার সামনে বলেন আমি অমুক কে ভোট দিয়েছি তাহলে তিনি সংবিধান ভঙ্গ করছেন
আর ভারতীয় মিডিয়া
তারা সরকারী কর্মচারী নয়
আর এ মহাভারতে
আইন ভঙ্গ করা হল আইন
অতএব
আমি ধ্যান মগন হলাম।

No comments:

Post a Comment