আমি এক সাধারণ ভোটার
নির্বাচন স্বয়মাগত
( সময়ে আগত )
শুনছি হাহাকার
একটি ভোট দে দে মাই বাপ
আমার মুখ দেখে ভোট দে
কোন বিশেষ নামের জন্য ভোট দে |
ওরা নিজেদের দেখাতে চায়
ওরা মর্যাদা পেতে চেয়ে
এদল থেকে সে দলে
আবার ব্যাক স্পেস দিয়ে পুরানো দলে
কিংবা এন্টার মেরে
সেই সে দলে ঘুরে ঘুরে বেড়ায়
ওরা জনসেবা করতেই চায় |
আমরা সাধারণ ভোটার
যারা জনসেবা করার জন্য
রঙ বদলায়
চার দেওয়ালের মধ্যে নিজেদের
বদ্ধ রেখে
তাদের ভোট দিয়ে যাই
অথবা জনগণের গণতান্ত্রিক সেবকের অসীম করুণায়
আমাদের শান্তি পূর্ণ ভোট দান হয়ে যায় |
ঠিক কিনা ?
একজন সাধারণ ভোটার
দেখে আর হাসে
সে জানে
একজন সাধারণ মানুষ হিসাবে
সে নিজের এথিক্স মেনে
একটি সিদ্ধান্ত নিতে পেরেছে |
দলবদলু জাতীয় গণ জন সেবকরা
( এবং তাদের প্রশ্রয় / আশ্রয় দাতা - দাত্রীরা)
হয়তো বা জেতে
আসলে হারে |
আসলে এই সব উলঙ্গ জন সেবকরা
নিজেদের নগ্নতা কে মানতেই চায় না
এবং যারা তাদের উলঙ্গ রূপ দেখিয়ে দেয়
তাদের অত্যধিক ভালোবেসে
সরকারী আতিথেয়তা দেয় |
শ্রীতোষ ০৪/০৪/২০২৪
No comments:
Post a Comment