15 February, 2024

সফদারের চিন্তার কল্পনায়

 অক্ষম আমি

ভুলেই গেছি পথে নামতে
বহু বহু দিন আগে
নির্ভয়া কাণ্ডে পথে নেমেছিলাম

পথে নেমেছিলাম কামদুনি কাণ্ডে
নাটকের সাথে।

আজ পড়ে আছে পথ
নাটক নেই
গণ নাট্য কোথায়?
রাস্তার মোড় গুলো
ফেলে দীর্ঘশ্বাস
পথেতে নেই সন্দেশ খালি।

একজন অক্ষম সরকারী কর্মচারী
যে দূর থেকে প্রতিবাদের আগুন দেখতে চায়
যে দেখেছে
ব্যস্ত পথে
ছুটে চলা মানুষ -
মানুষের কথা যখন বলে মানুষ
নাটকে
তখন থমকে দাঁড়ায়।

আজ মানুষ কে থমকে দাঁড় করিয়ে দেওয়ার মানুষগুলো
কোথায়?

"এই তো আমি তোমার সামনে দাঁড়িয়ে
কমিশন দিদি / তদন্ত দাদা
আজ আমার কোন কষ্ট নেই
আমাকে কোন রকম অত্যাচার করে নি কেউ
শুধু ওরা ডেকেছিল"

এই শব্দ গুলোই পথের মোড়ে দাঁড়িয়ে
নাটকের দল গুলো বলতে ভয় পায়।

আসছে এপ্রিল
এপ্রিলের কোন এক দিনে
সন্দেশ খালি চিরকালের মত মুছে যাবে
হয়তো সেদিনও পথ নাটক হবে
ফেসবুকে লেখা হবে
"সফদার মানে জেগে থাকা জাগানো"

সফদার হাসছেন সরবে
বলছেন
আমি মরে গেছি নীরবে
তোমাদের পালনের উচ্ছ্বাসে।

আমি যদি বেঁচে থাকতাম
তাহলে আমি একাই রাস্তায় নামতাম
ভালো থাকো তোমরা
দিল্লীর রাস্তায় রক্ত ঝরিয়েছি
এবার হল্লা বোল আওয়াজ তুলে
নেমেছি পথে
প্রতিটি গলি - প্রতিটি রাস্তা - অলি গলি
প্রতিটি মাঠ
আমার প্রতিবাদ দিই ছড়িয়ে

আমার প্রতিটি পদক্ষেপে - আমিই সন্দেশ খালি।

সফদারের চিন্তার কল্পনায় - শ্রীতোষ ১৫/০২/২০২৪

13 February, 2024

শিবু কে চাই

 শিবু কে চাই

শিবু কে চাই
শাহজাহান কে চাই।

রাস্তার মোড়ে মোড়ে
শিবু কে চাই
দিনে এবং রাতে আমি
শিবু কে চাই
শাহজাহান কে চাই।

রাতের বেলা তে আমি
শিবু কে চাই
শাহজাহান কে চাই।

নিজেরই বউ কে দিয়ে
রাতের বেলাতেই
বাড়ির কাজ করাতে
শিবুকে চাই।

প্রতিটি ঘরের বাইরে
রাতের বেলাতে
আমি শিবুকে চাই
লীলার ঘরেতে
কুহু শব্দের তানে
আমি
শিবুকে চাই
শাহ জাহানকে চাই।

নবান্নের প্রতিটি ফ্লোরে
দিনের বেলাতে ই
শাহ জাহানকেই চাই।

প্রতি কন্যা শ্রীর ঘরে
যুব শ্রী শিবুকে চাই
বিধবা শ্রী র ঘরেও
আমি শিবুকে চাই
শাহ জাহান কে চাই।

সরস্বতী পুজোর প্রতিটি প্যান্ডেলে
আমি শিবু আর শাহজাহান কে চাই
উন্নয়ন কামী দের ঘরের দরজায়
আমি শিবু আর শাহজাহান কে চাই।

শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই
সন্দেশ খালির প্রতিটি পুলিশ কর্মীর ঘরের দরজায়
উন্নয়ন রূপে

চাই - চাই
পার্কে - দোকানে
বিশ্ব বঙ্গের সব খানে

শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই

প্রতিটি উন্নয়ন সমর্থকের ঘরের বাইরে
শিবু কে চাই
উত্তম রূপে শাহজাহান কে চাই

এই চাওয়া কি খুব অন্যায়?

 
দিনের বেলাতেও
প্রতি রাস্তার মোড়ে
আমি শিবু কেই চাই।

মহিলা কমিশনের প্রতিটি সদস্যের
বাড়ির বাইরে
তাঁদের পরিবারের মহিলাদের দিয়ে
রাতের কাজ করানোর জন্য ডেকে নিতে
শিবুকে চাই।

উত্তম রূপে আমি শিবু কেই চাই।

চাই - চাই - চাই আমি
বাংলার প্রতিটি মোড়ে
শিবু - শাহ জাহানের সন্দেশ খালি চাই।

কুণালের ঘরের বাইরে তে
মহুয়া দেবীর দুয়ারে তে
শিবু কে চাই
শাহজাহান কে চাই।

প্রতিটি ঘরের বাইরে
উত্তম রূপে শিবু - শাহ জাহান কে চাই।

সরস্বতী পুজোর প্রতিটি প্যান্ডেলে
আমি শিবু আর শাহজাহান কে চাই
উন্নয়ন কামী দের ঘরের দরজায়
আমি শিবু আর শাহজাহান কে চাই।
প্রতিটি দামাল ছেলের দুয়ারে আমি

আমি উত্তম রূপে
শিবু আর শাহজাহান কে চাই।

শ্রীতোষ ১৩/০২/২০২৪ 

24 January, 2024

রাম নাম সত্‌ হ্যাঁয়।

 

আজকের দিনে আমি যদি রাম হতাম
তাহলে কি হত?
প্রথম কথা
বাবার কথা শুনে বাড়ি ছেড়ে চলে এসেছি
(বউ এবং ভাই কে নিয়ে)
তাও আবার সৎ মায়ের কথা শুনে
ফেসবুকে স্ট্যাটাস দিতাম।
এটা দেখেই কত কমেন্ট
কত পোস্ট ঝাড়ত
আমার প্রিয় জন (মানে রাম ভক্ত)রা।
বাড়িতে থেকেই লড়াই করা উচিত ছিল,
বুড়ো বাপ চলছে সৎ মায়ের কথায়
আপনি লড়ে যান।
উল্লাস
আমাকে তো আমার পরিবার ঘর ছাড়তে বলে নি
পরের ছেলে নিরানন্দ
খানায় পড়লে আমার আনন্দ।
রাম নাম সত্‌ হ্যাঁয়।
তারপর গুহক এল
এল অহল্যা
সব কিছুর মধ্যে সাধারণ মানুষকে অপমান করার
আনন্দ।
এটাই রামায়ণ
বালী কে খুন করার আগে পর্যন্ত।
লিখছে শ্রীতোষ
২৪/০১/২০২৪
সুভদ্র বর্তমানের লাঙ্গুল হীন রাম ভক্ত রা খিস্তির বন্যা বইয়ে দিন। আমি ঋদ্ধ হব।

সংবাদ মাধ্যম

 সাধারণ মানুষের চিন্তা কে
ঘুমিয়ে দিতে চায় যারা কবরে
তারাই তো আজ জন গণ তন্ত্রের
চতুর্থ নয় এক মাত্র
একনিষ্ঠ প্রথম স্তম্ভ।

বাকি তিন স্তম্ভ বাঁচে ওদের ইশারাতে
কিংবা/ অথবা
বাকি তিন স্তম্ভের ইশারায় ওরা
হেঁটে চলে - কথা বলে।
একজন সাধারণ মানুষের চিন্তায় এই
প্রশ্ন জাগে।

জানি না বর্তমান (নিঃশব্দ) সময়ে
এই শব্দ গুলো লেখা অন্যায় কিনা?
শ্রীতোষ ২৪/০১/২০২৪

22 January, 2024

বন্ধু প্রশ্ন কর

 

বন্ধু চল - বন্ধু চল
প্রশ্ন তোল
কাব্য পড়ে
যুক্তি দিয়ে - মন জুড়ে।
 
রাম জন্মেছে অযোধ্যায়
ভরত - শত্রুঘ্ন - লক্ষণ জন্মেছে
কোন রাস্তায়?
প্রশ্ন উঠুক ভঁক্তোদের প্রতি
দেশ জুড়ে
এদের মন্দির কেন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
সনাতনী হিন্দুরা কি এদের কথা ভুলেই গেছে
এদের নামে ভোট জোটে না
তাই
বার বার করে প্রশ্ন তোল
প্রশ্ন তোল
দেশ জুড়ে
কেন
ভরত - লক্ষণ - শত্রুঘ্নের মন্দিরের উদ্বোধন হল না
অয্যোধ্যা জুড়ে।
 
বন্ধু চল - বন্ধু চল
সীতা মরেছিল অযোধ্যায়
রামের সীতা
তাই রামের জন্ম ভূমিতে সীতার নাই ঠাঁই
সনাতনী হিন্দুদের এই যুক্তির -----
বন্ধু চল - বন্ধু চল
কুযুক্তির গল্প বল
বন্ধু চল - বন্ধু চল
অন্ধকারের গল্প বল।
 
সতী দাহ - চুপকথা
কুলীন হওয়ার গল্প বল
চলছি আমি তোর সাথে
ফেসবুকে
পিছনেতে
বন্ধু চল - বন্ধু চল
শম্বুকের মাথা কাটার
গল্প বল
চলছি আমি - তোর সাথে
বারণাবতের ওই পথে।
 
বন্ধু চল - বন্ধু চল
একলব্যের গল্প বল
চলছি আমি তোর পথে
অভিমন্যুর মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু চল
নির্মম সেই গল্প বল
মেঘনাদের শেষ কথা
বিভীষণের হেরে যাওয়ার গল্প বল।
শুনছি আমি তোর সাথে
ঘটোৎকচের মৃত্যুতে।
 
বন্ধু চল - বন্ধু বল
আসলে এ লেখা চলতে থাকবে অবিরাম
এ লেখার নেই কোন শেষ
তবুও বিরতি নিতে হয়
সাময়িক বিরতি নিয়ে
শ্রীতোষ ২২/০১/২০২৪
সৌজন্যঃ "বন্ধু চল" - "চলছি আমি তোর সাথে" - "গল্প বল" এই শব্দ গুলো ধার করেছি "OPEN TEE BIOSCOPE" সিনেমায় "অনুপম রায়" গাওয়া গান থেকে - লিরিক্স "প্রসেন"

30 December, 2023

আমার পৃথিবী - আমার আকাশ

 আজকে কেন জানি ভাবছিলাম

আমি কি ভালবাসতে পারি?

ভেবে দেখলাম ভালবাসতে চেয়েছি বহুবার

তবু জেনো ভালোবেসেও

ভালোবাসা গড়তে পারিনি।


গতকাল আমি ভেবেছিলাম

আমি কি মানুষ হতে পারি

অনেক ভাবনা চিন্তা করে দেখলাম

মানুষের চেহারা ধারী মানুষ হয়েও 

আমি আসলে মানুষ হতে পারি নি।


তারপর প্রতিদিনের মতই

খবরের কাগজে চোখ বোলাতে বোলাতে

ফেস বুক আর হোয়াটস অ্যাপ ঘাঁটতে ঘাটতে বুঝলাম



আমি ভালো না বাসতে পারলেও

মানুষ না হলেও

জাতের নামে - ধর্মের নামে

ঘৃণা ছড়াতে জানি নি।

অব্যবস্থ চিত্ত হয়ে ভুল ভাল তথ্য 

ছড়াতে শিখি  নি।


আমার পৃথিবী মাটির নিচে আকাশ কে ধরতে চায়

আমার আকাশ সেই মাটির মাঝে পৃথিবীতে মিশে যায়।


24 December, 2023

এক কাপ চা

  

 

 

 

 

 

গীতার মূল বক্তব্য কি?
শ্রী কৃষ্ণ যে ভাবে তাঁর দৃষ্টি তে বাস্তব কে দেখছেন
অথবা দেখাচ্ছেন
অর্জুন কে (তাঁর অনুসারীদের)
সেই বাস্তব মেনে নিতেই হবে।
এটাই গীতা।

এটাই ভারতের বর্তমান গণতন্ত্র।

আমি জানি আমি একটা অক্ষর ও ভুল লিখি নি।

একটু বাদে প্রস্তুত আমি
ভারত থেকে হারিয়ে যেতে চিরকালের জন্য।

এক কাপ চা খেয়ে নিচ্ছি।

শ্রীতোষ ২৪/১২/২০২৩