07 November, 2025

সময়ের প্রশ্ন

 মগধ কিভাবে বৃজি দখল করেছিল?

বৃজি অথবা লিচ্ছবী ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম (মতান্তরে স্পার্টা) যুক্তরাজ্য । ব্রাহ্মণ্য বাদী রাজতান্ত্রিক ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র একাকী ! বৌদ্ধিক চিন্তাধারায় বিদ্রোহী ।

তাকে দখল করতে গিয়ে  মগধ কি করেছিল ?

প্রথমে অজাতশত্রু পাঠিয়েছিল 

চিন্তাশীল জীবদের

তারা দেখতে বৌদ্ধ - আচরণে বৌদ্ধ

শব্দে -  ~

তারা বলল এই লোক ভালো কিন্তু

সংঘ ভালো নয় !

২১ বছর অপেক্ষা

পরাজিত বৃজি |

এক ইতিহাস লেখা হল


সেই ইতিহাসের পথ বেয়ে

ঠিক সেই কাজ !

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে

ওরা আচরণে প্রগতিশীল

শব্দে গতিশীল

ওরা শুষিল

স্বাভাবিক কে অস্বাভাবিক প্রমাণ করে

চূড়ান্ত অস্বাভাবিক কে  স্বাভাবিক প্রমাণ করার

ওরা ভগীরথ !


ওদের এখনও কি চিনতে পারছ না শ্রীতোষ ?

No comments:

Post a Comment