24 November, 2025

SIR এর ষাঁড় খুঁজলাম (স্মরণীয় বাঞ্ছারামের বাগান)

 

MERY BABA ওড়ে বাবা
ওড়ে বাবা - ওরে বাবা
কত কথা - কথকতা
যত লোক মরে
সব আত্মহত্য করে
অথবা হাট্ট অ্যাটাকে
কিংবা কাজেরই চাপে।
ঘরে আর বাড়িতে কাজের লোক নাই
১৫ দিন হল আসে নাই
ওদের গায়ে গন্ধ
তবুও বাড়িতে না এলে
মা একা - আমি থাকি দূরে
কি করব ?
ওরা না থাকলে
টাকা খরচা কম হবে
ওরাই তো সব লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যেত
এবার আমার বউ - মেয়েরা পাবে
তবুও ওরা বাড়িতে না এলে কি হবে?
একজনের নাম ৪০ জায়গায়
তিনি মুসলমান
বাবা - মা মারা গেছে
তবু নাম কাটাই নি
আমি শুদ্ধ সনাতনী হিন্দু ভীর সন্তান
অথবা
উন্নয়ন দাঁড় করিয়েছি
উনি শ্রী র অনুপেওনা জাগ্রত আমার দুয়ারে
সেটাই ভিকাশ
আসলে সব কিছুর প্রেক্ষিত জানতে এবং বুঝতে হবে।
এভাবেই চলছে স্যার
২০২৫ এর SIR.
২০০২ তেও নাকি SIR হয়েছিল
তখন কোন BLO খেতে বসে কাঁদেনি
কেউ আত্মহত্যা করেছে বলে খবর হয় নি
হাকিম পুরে কোন মেলা বসে নি।
১৯৪৭ থেকে ১৯৭১ হয়ে ২০০২ পর্যন্ত
আসলে কোন অনুপ্রবেশ ঘটেই নি।
এবার জিজ্ঞাসা করি,
DARJEELING পাহাড়ে,
কালিংপং, কার্শিয়ং, লেপচা জগত, তাকদা,
লামাহাটা সহ পুরো তরাই এলাকা জুড়ে কতজন
নেপালি, ভুটানি দেশ ছাড়ল?
তাদের সকলের নাম কি ভোটার লিস্টে আছে?
কি বলেন
জনগণ নাকি জেনগণ?
ওদের মধ্যে নেই কি কেউ চায়নার হায়না?
পশুপতি, ধুলাবাড়ি, পানিট্যংকি, জয়গাঁও কত মানুষ আছে বসে সীমান্ত পারে?
বাজারের কাছে কোন খবর নেই
কারণ বাজার চুলকানি ছড়ায়।
যদি থাকে
তাহলে জানবেন বন্ধু
আপনি ভাগ্যবান
কারণ
আপনার মত কোন বাবার হৃৎপিন্ড ছিঁড়ে
আপনার স্ত্রীর মত মত কোন মায়ের সিঁদুর মুছে
সীমান্ত হয় নি টানা।
সকলে ভালো থাকুন
শ্রীতোষ
২৪/১১/২০২৫
বিঃ দ্রঃ আমি SIR এর ষাঁড় খুঁজলাম (স্মরণীয় বাঞ্ছারামের বাগান)

No comments:

Post a Comment