09 November, 2025

শিকার

 অনুপানিত পোস্ট শ্রী র প্রচার বামপন্থীরা আর কতভাবে করবেন? অবশ্য উপায় কি আছে? একটা রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করা যায়। প্রতিটি রাজনৈতিক দলের নেতা থাকে। নেতা বদলায়।

নেহেরু থেকে গান্ধী (যে কোন গান্ধী), সাভারকর থেকে বাজপেয়ী হয়ে বর্তমান। হেডগেওকার থেকে ভাগবত। নেতা বদলালেও নীতি থাকে।

এখানে নেতা মানে পোস্ট একটাই এবং নীতিও এক - অনুপেওনা।

এটাই কিন্তু এক চূড়ান্ত রাজনৈতিক সাফল্য -
সমস্ত বিরোধিতা নিজের দিকে টেনে আনা - সমষ্টি কে ভাঙ্গা মাথা, ভাঙ্গা হাত ভাঙ্গা পায়ে লাথি মেরে একজন কে টার্গেট করতে বাধ্য করা এবং সেখানেই সাফল্য।

যে সমাজ নারী কে ব্যবহার করে বিজ্ঞাপনে
সেই সমাজ কে - পুরুষ তান্ত্রিক সমাজ কে ব্যবহার করে এক অসাধারণ সাফল্য।

তাই আজও একমাত্র তিনিই প্রচারের দৃষ্টি কেড়ে নিচ্ছেন।
নেগেটিভ প্রচারের ও।

প্রতিটি বিজ্ঞাপনে তারই মুখ -
সকলেই তার অনুপ্রেরণায় চলে।
দলগত ভাবে যে যাই করুক না কেন সব কিছু হয় তারই অনুপ্রেরণায় এবং
দিনের শেষে
দল নয় ব্যক্তি মুখ্য।

চিলেরা এইভাবেই শিকার করে

প্রকৃত বিরোধীরা আজ শিকার।

শ্রীতোষ ০৯/১১/২০২৫

No comments:

Post a Comment