24 October, 2025

একটা সাধারণ আলোচনা

 

একটা সাধারণ আলোচনা
হিন্দু ধর্মের মানুষ পুজো করে। কি ভাবে? তারা এক মাটির মূর্তিকে নিজেদের কল্পনায় চরিত্র বানায়। তারপর সেই মূর্তির উদ্দেশ্যে নিজেদের না পাওয়া যা কিছু সেটা চায়।
উদাহরণ স্বরূপ “রূপং দেহি, জয়ং দেহি” ইত্যাদি এবং ইত্যাদি।
এই মাটির মূর্তি কে (যাকে মৃন্ময়ী বলা হয়) তাকে চিন্ময়ী (অর্থাৎ কিনা মানুষ বানাতে) বিভিন্ন মন্ত্রের মাধ্যমে তাতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়।
তার মানে সেই মূর্তি জীবিত।
এরপর কি হয়?
পুজোর শেষে সেই মূর্তির বিসর্জন হয়
কোথায় হয় ?
জলে।
যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল
সেই প্রাণ কে জ্যান্ত ডুবিয়ে মারা হল জলে।
হয় এটা বাস্তব।
অথবা
যে যে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হল
তাকেই কোন এক মন্ত্র ঊচ্চারন করে
আবার মেরে ফেলা হল।
দুটো ক্ষেত্রেই
নিজেদের চাওয়া শেষে
তারপর তাকে জলে ডুবিয়ে দিয়ে
জীবন্ত অথবা মৃত
আগামী বছর আবার তোমার কাছে দাবী জানাব
এই আশা রাখলাম
এটাই
দুর্গা / কালী / জগদ্ধাত্রী র কাছে চাওয়া
তার সন্তান দের
(যারা এঁদের পুজা করেন)
তাই না।
বাস্তব প্রশ্ন করলাম।
পড়াশোনা করে উত্তর দেবেন আশা করি।
(খিস্তি মারবে ভঁক্টোঁ রা
যারা হনুভার্সিটির জ্ঞানী)
শ্রীতোষ ২৪/১০/২০২৫

No comments:

Post a Comment