09 November, 2025

আগামীর ভোর

 

আজ ২০২৫
মৃনাভ সুর তুমি এতদিনে অনেক বড় হয়ে গেছ।
২০০৫ সালে তোমার হাতে আঁকা একটা ছবি
আজও আমার কাছে আছে।
প্রতিদিন চোখে পড়ে কিন্তু তাকাই না।
নদীর মোহনায় তীরের এক ধারে
একলা ধানের ক্ষেতের পাশে এক ঘর
অন্য পারে দেখা দেয়
সবুজ বন
তার আড়ালে আছে মানব জীবন
সূর্য অস্ত যায়।
হারিয়ে যাওয়া সূর্যের দিকে চেয়ে
এক একলা মাঝি নৌকা বেয়ে চলে একা।
এই ছবি তুমি এঁকেছিলে এক ধ্বংসের শেষে
এক মৃত্যু মিছিলের শেষে।
যখন মন দুর্বল
যখন সকলে বলে
হেরে গেছিস তুই
তুই জিরো পেয়েছিস
তখন আমি
তোমার আঁকা একলা মাঝির ছবি দেখি
শূন্য নৌকার ছবি দেখি।
বুঝি না বলা কথা।
সূর্যাস্ত! সেই কি শেষ?
অন্ধকার সেকি অনন্ত?
অন্ধকার থেকে জাগে জীবন
এই ছবিতে তাই

আগামীর ভোর খুঁজে পাই
শ্রীতোষ ০৯/১১/২০২৫

No comments:

Post a Comment