"এ নিশ্চয় WAITING এ আছে"
বক্তা এক মানুষ
"বেশী দিন থাকবে না
যে রকম হুড়োহুড়ি
WAITING LIST CONFIRM হয়ে যাবে।"
এক বাইক আরোহীর অসাধারণ গতিপ্রিয়তা দেখে
মন্তব্য তাঁর।
বক্তা এক মানুষ
"বেশী দিন থাকবে না
যে রকম হুড়োহুড়ি
WAITING LIST CONFIRM হয়ে যাবে।"
এক বাইক আরোহীর অসাধারণ গতিপ্রিয়তা দেখে
মন্তব্য তাঁর।
রাস্তা পার হওয়ার ক্ষেত্রে মানুষের
অতি চঞ্চলতা দেখে আমি তাই ভাবি
মানুষ গুলো বুঝি প্যাভিলিয়নে যাওয়ার জন্যই
রাস্তায় নেমেছে।
এদের বয়সের কোন সীমা নেই,
অপ্রয়োজনীয় অজুহাতে দৌড়ায় সবাই।
"অপ্রয়োজনীয় অজুহাতে দৌড়ায় সবাই।"
শব্দ গুলো নিয়ে কাটা ছেঁড়া হবে
দৌড়ান (এবং ভবিষ্যতে দৌড়াবেন যারা) মানুষ গুলো
সু যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইবেন
কেন এবং কোন প্রয়োজনে
খোলা ট্র্যাফিক সিগন্যালের মধ্যে
(যখন চলছে গাড়ি)।
দৌড়ান আপনারা - দৌড়ায় ব্যস্ত মানুষ
এমনকি কানে মোবাইল চেপে ধরেও।
পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি কিংবা রাশিয়ার বিধানসভা সদস্য
অথবা আমেরিকার কাউন্সিলরের বাটলার ও
এত ব্যস্ত কি?
গাড়ি গুলোও দৌড়ায় এইভাবে
কমিশন অথবা সেই ধরনের কিছুর জন্য।
দৌড়ান ভীষণ দরকার।
একটা সেকেন্ড - একটা মিনিট
জীবন হারিয়ে যাবে
দুচাকার বন্ধুরা তো আরও ব্যস্ত
একটা সেকেন্ডের ১০০০ ভাগের ১ ভাগেও
তাঁদের ভীষণ ক্ষতি হয়ে যাবে।
আর চলে রেস -
জীবনকে উপভোগ করতে হবে না!!
ট্র্যাফিক সিগন্যাল ভেঙ্গে আপনারা দৌড়ান
দৌড়ায় মানুষ ব্যস্ততায়
আর আনন্দে।
সময়ের খাতা লিখে চলে মৃত্যু মিছিল
জীবনের আনন্দে
আপনাদের প্রতি একান্ত ভালোবাসায়।
তারপর রাস্তা অবরোধ এবং গাড়ি জ্বালানো আছেই তো
শ্রীতোষ (রুবি এবং গড়িয়া মোড়ে বাস ধরার অপেক্ষায় যা দেখি তার অভিজ্ঞতায়) ২৩/০২/২০২৪
No comments:
Post a Comment