মানুষ কেন বলে পাশবিক ?
পশুরা তো গায়ের দাগ কম বেশী দেখে এদেশী হরিণ বিদেশী বাঘ বিচার করে না - মাংসাশী প্রাণী নিজের এলাকা জুড়ে নিজের হরমোনের গন্ধ ছডিয়ে দেয় ৷ একের এলাকায় অন্যের ঢোকা মানা ৷
পশুরা গণধর্ষণ করে কি ?
রয়েল বেঙ্গল করে কি মেয়ে চিতাকে ভোগ?
অ্যান্টিলোপ পুরুষ হরিণ কি এক স্ত্রী বার্কিং ভিয়ারের শরীরে নিজের কামনা মেটায়?
যে ডোবা থেকে হাতি জল খায়
সেই ডোবাতেই গন্ডার জলে গা ভেজায়
ওরা পাশাপাশি থাকে
পাশাপাশি বাঁচে ৷
ওদের জীবনে বাঁচার তাগিদ আছে
নেই একে অন্যের খাবার কেড়ে খাওয়ার ৷
শিয়াল - শকুন - নেকড়ে ছাড়া
শ্রীতোষ ২৪/০৭/২০২৩
No comments:
Post a Comment