এরাই ভদ্রমহিলা। নিজেদের লজ্জা ঢাকতে সাধারণ মানুষকে নির্লজ্জতার চরম সীমায় গিয়ে অনুরোধ করে
"দয়া করে ভাইরাল করবেন না"
"দয়া করে প্রশ্ন করবেন না ওদের ঃ ওরা বলবেঃ
আমাদের কাপড় কোথায়? আমরা তো রাস্তার মাঝ দিয়ে হাঁটছি। আমরা তো সারাদিনে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই না কারণ আমরা যে জনপ্রতিনিধি"।
আমি আগেও লিখেছি ভারতবর্ষের সাধারণ মানুষ এমন কিছু জন প্রতিনিধিদের নির্বাচিত করেছে (যাদের মধ্যে অনেকে আইন জীবী এবং বাকিরা আইন বানায়) যারা একটা অন্যায় দিয়ে অন্য অন্যায় কে সমর্থন করার ব্যর্থ চেষ্টা কর
এদের ৫০০০০ টাকা লোন খেলাপ করেছে এমন মানুষের হয়ে আদালতে দাঁড় করানো উচিত
সংসদীয় গণ তান্ত্রিক পদ্ধতি মেনে এরা সওয়াল করবে
বড় বড় লোন খেলাপীর কয়েকশো হাজার কোটি টাকা যদি রাইট অফফ হয়
তাহলে এদের টাকা রাইট অফফ হতে কি বাধা আছে?
আবার বলছি দয়া করে প্রশ্ন করবেন না
ওদের ঃ ওরা বলবেঃ
আমাদের কাপড় কোথায়? আমরা তো রাস্তার মাঝ দিয়ে হাঁটছি। আমরা তো সারাদিনে আয়নার সামনে নিজেকে দাঁড় করাই না কারণ আমরা যে জনপ্রতিনিধি"।
23 July, 2023
এরাই সরকারী ভদ্রমহিলা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment