কেউ বিরোধীদের "টুকরে টুকরে গ্যাং" বলে
কেউ বলে "আরশোলা"
একসময় তারাই বলত "কামাওবাদী"
একটি বিশেষ সময় থেকে বিশ্ব পশ্চিমবঙ্গে
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
দুর্গা মা র পথে হেঁটে
আজ ভারতে
একটি বিশেষ রাজনৈতিক দলের বিরোধিতা মানে হল
দেশদ্রোহিতা।
ইতিহাস ভুলে যেতে দেয় না সময়ের পরম্পরা কে
যারা সাধারণ মানুষকে দেশদ্রোহী আর উন্নয়ন বিরোধী বলছে
দয়া করে মনে রাখুক
অশ্বত্থামা আর কৃপাচার্যের পরিণতির কথা।
হিটলার আর মুসোলিনির কথা মনে রাখতে হবে না
কারণ ওরা বিদেশী।
শ্রীতোষ ২৪/০৮/২০২৩
No comments:
Post a Comment