20 July, 2023

মুখোশ

 

আমি জানি না মণিপুরের অহল্যা মা ও একথা বলবে কিনা
যে মা এর কথা শুনে মহামান্য সুপ্রিম কোর্ট বলেছেন
(সংবাদ মাধ্যমের সংবাদ অনুসারে)
"ভারতের সংবিধান ভেঙ্গে পড়েছে"
যে ঘটনা শুনে ২০১৮ র পঞ্চায়েত নির্বাচনের কথা মনে পড়ে
মনে পড়ে
উন্নাও তথা অন্য কিছু ঘটনার কথা
সুজেট - কামদুনি
(সামান্য ঘটনা সব)
হতেই পারে দেশদ্রোহ এই পোস্ট
উন্নয়ন এবং অচ্ছে দিনের কাণ্ডারি দের কাছে

মুখোশ থাকুক ওদের মুখেই !
মণিপুরের ঘটনায় ওদের প্রতিবাদ দেখে দিই হাততালি।
বিসব্বঙ্গের সুবুদ্ধি জীবী গুলো একটাও মিছিল করে নি এখনও।
এক অ্যাক্সিডেন্টের দিনের দুপুরেই ফ্লেক্স নিয়ে মিছিল হয়েছিল।
এখনও ফ্লেক্স তৈরি হয় নি
কারণ কাল তো ____ দিবস।
গালাগালি দেবেন ?
বলবেন দেশদ্রোহী বামেরা কি করেছে
মনে রাখবেন আপনাদের অংকের হিসাবেই
ভামেরা ০
মানে এক বিগ জিরো।
জিরো র প্রতিবাদে কিই বা আসে যায়?
কন্যা শ্রী - বেটি বাঁচাও এরাই তো দেশ চালায়।
তাই নয় কি?
সরকারী তথ্য তো তাই বলে তাই না-
তাই উলঙ্গ রমণী পথ হাঁটে
চিত্রাঙ্গদার রাজ্যে।

No comments:

Post a Comment