23 July, 2023

আমার কথা

 অচ্ছে দিন পারে

দেশের বেটির স্তন কামড়ে ছিঁড়ে রাস্তায় উলঙ্গ হাঁটিয়ে উল্লাসে নাচতে

উন্নাও হয়ে মণিপুরে


উন্নয়ন পারে প্রেক্ষিত জানতে ধর্ষিতার চরিত্রের

দাম ঠিক করতে পারে

ধর্ষিতার বয়সের অনুপাতে


এরা সকলেই পারে 

একের দিকে তাকিয়ে 

অন্যের দিকে আঙ্গুল তুলতে ৷


জন প্রতিনিধিদের অন্ধ

 সমর্থকরাও তাই পারে ৷


এদের বাদ দিয়েও তো সমাজে মানুষ আছে ৷

তারা কি আজও নিজেকে বন্দী রাখবে নিজের ভিতরে ?

সবাই মিলে একবার - একসাথে একটা প্রশ্ন করতে পারবে না -

আমাদের কেন হিমাচল দেখতে হবে

কেন দেখতে হবে উন্নাও হয়ে মণিপুর

কেন আজও ২১ শে জুলাইয়ের শহীদের মা

অপরাধীদের গারদে ভরতে পারল না

কেন কামদুনির হত্যাকারীদের ফাঁসি আর মৃত্যুদন্ড হল না ?

কেন খোঁজা হয় ধর্ষণের প্রেক্ষিত

কেন বিজন সেতুর হত্যাকান্ড রিপোর্ট সামনে এল না

কেন প্রতিটি ২ মিনিটে ১  দ্রৌপদির বস্ত্রহরণ হয় এই

ভারতে ?


আমি - আপনি - আপনারা

যাদের ভোটে সরকার নির্বাচিত হয়

যাদের করের টাকায় দেশ চলে

জানেন আমাদের এই সব প্রশ্ন করার কোন অধিকারই নেই 

সংবিধানে লেখা আছে আছে অনেক কথা

কি কি তার "মৌলিক অধিকার"

এবং কি কি তার "মৌলিক কর্তব্য" ৷


একটু খুঁজে দেখবেন সংবিধানের কোন ধারায় আছে

নাগরিক / ট্যাক্স পেয়ার এর ((INDIRECT AND DIRECT) প্রশ্ন করার অধিকার?


RTI - হাসালেন বন্ধু ৷ পড়ুন পড়ে দেখুন


যাক 

আমি তো ফেসবুক বিল্পবী এক

যারা আছেন মাটির কাছাকাছি

তাঁরাই চলেছেন সঠিক পথে ৷

তাঁদের প্রতিটি পদক্ষেপে জাগে

সময় বদলানোর ধ্বনি ৷

ফেসবুক বিল্পবী আমি

শুনি, শুধু কান পেতে শুনি ৷

শ্রীতোষ ২৩/০৭/২০২৩



No comments:

Post a Comment