20 January, 2023

১৮ র রানার

 আজকে দেশ ভরে গেছে

POLITICIAN এ

নেই কোন STATESMAN

আজ MEDIA


এবং 

WHATS APP বিশ্ব বিদ্যালয়

(গেরুয়া শরীর মাথায়

যার সবুজ ঝুঁটি )

গাজর ঝুলিয়ে

পাঠক কে নাচায়।


ফুচকা / রোল / চপ খেয়ো

মানুষ যেমন পেট ভরায়

খায় কাউয়া বিরিয়ানি

সস্তায়!


মানুষ ফল খেয়ে

নিজের শরীর রাখে না।

মানুষ ভাবে পেট ভরিয়ে রাখছি শরীর।


শরীর মানে বহিরঙ্গ

এখনকার মানুষ ভাবে।

মেক আপ এ ভুলছে সমাজ

সমাজ তো মানুষ নিয়েই গড়া।


সিগারেট - গুটকা এ সব নাকি 

বড় ক্ষতিকর শরীরের জন্য।

প্যাকেটের উপর লেখা থাকে

সিনেমা শুরুর আগে দেখানো হয়

গা শিউরে ওঠা বিজ্ঞাপন।


তবুও তার প্রোডাকশন হয়

মানুষ নেয় - উপভোগ করে।

ঠিক যেমন কোন এক নির্বাচন ক্ষেত্রের মানুষ

উপভোগ করে

যে রাজনৈতিক নেতাকে সে এক দলের হয়ে

নির্বাচনে জেতাল 

(সে নাকি) তাদের উপকারের জন্যই 

অন্য দলে যোগ দিল।

কি ভালোবাসা!

 

তাই মানুষ আজ

ফল নামক STATESMAN কে ভুলে গেছে

সে চায়ও না STATESMAN কে।


মানুষের  তৈরি  সমাজ আজকে

মানুষ নামক ড্রাকুলার তৈরি 

কাউয়া বিরিয়ানির 

গন্ধে আর স্বাদে ভরপুর।

অর্থাৎ কিনা 

POLITICIAN এর কথায় মজবুর।


তবুও কেউ কেউ আজও পারে না

যারা পারে না

তারা নারসিসাস নয়

ওরা প্রমিথিউস


ওরা দুরন্ত ঈগল

ওরা   ইশকুলে পড়ে

হয়ে উঠেছে

ইস্পাতে গড়া 

মানুষের মত মানুষ।

ওদের রাইফেল লক্ষ্যে স্থির

আর 

আঙ্গুল ট্রিগারে।

ওরা ফিনিক্স 

আগুনে পুড়েও জাগে বার বার

ওরা যে সময়ের

আঠারো বছর বয়সী রানার।


শ্রীতোষ ২০/০১/২০২৩

No comments:

Post a Comment