ভাবনা গুলো কোথায় হারিয়ে গেছে
বুঝতেই পারছি না
গত কয়েক দিনে
নিজেকেই মনে হয়
বিষ্ণুমাতা
কাল্ট ফিগার খোঁজা বড় দরকার
এটাই দক্ষিণ পন্থা
ভগবান / ইশ্বর খোঁজে
দক্ষিণপন্থী মানুষ
কারণ নীতিতে বিশ্বাসী নয় ওরা।
এটাই জানতাম ৷
ভুল জানতাম ৷
জানলাম
প্রতিটি মানুষ
কোন না কোন ক্ষেত্রে দুর্বল
কাল্ট ফিগার ছাড়া
মানুষ হয়তো বাঁচতে পারে না ৷
কাল্ট ফিগার কে মানুষ দোষ গুণের উপরে রাখে ৷
দেখলাম
আর নতুন করে মানুষ চিনলাম ৷
একদিন আমি লিখব
আমার গুরুর কথা
তাঁকে আমি দোষে - গুণে চিনেছি
তাঁর পায়ের নিচে পড়ে কেঁদেছি
তবুও তিনি ভগবান নন৷
তাঁরই শিক্ষায় দীক্ষিত আমি
আমি
মানুষকে মানুষ হিসাবে দেখতে শিখেছি ৷
No comments:
Post a Comment