ইস্পাত হওয়া বড় কঠিন
তার আগে তো লোহা হতে হবে
লোহা হওয়ার আগে হতে হবে
আকর
আকরের মধ্যে মিশে থাকে ময়লা
লোহা হয়
আঘাতে আঘাতে লোহা ইস্পাত হয়।
এবং
শোধনে শোধনে আকর হয় লোহা।
আমি নিজে কি আকর
আমি নিজে কি শুদ্ধ হয়েছি
আমি নিজে কি ইস্পাত হওয়ার যোগ্যতা পেয়েছি?
না এবং না।
এটাই বাস্তব।
তাহলে অন্যকে কেন প্রশ্ন করি?
আমি কেন প্রশ্ন করি?
নিজের প্রশ্ন নিজের কাছে
উত্তর খুঁজে যায়।
শ্রীতোষ ০৩/০১/২০২৩
No comments:
Post a Comment