09 January, 2023

আর কত বার

 

দেশ টাই যদি না থাকে
তাহলে বিদেশী আগ্রাসন রুখব কি করে
লাভা - লোলেগাঁও এর গাছ কেটে
বানানো হচ্ছে চার লেনের বড় রাস্তা।
একটা গাছ কাটলে নাকি বেশ কিছু গাছ লাগাতে হয়
পরিবেশ বিদ বলে।
একটা বড় গাছ যত টুকু জমি ধরে রাখে
১০০ টা চারা গাছ
তত টুকু জমি ধরে রাখতে পারে কি?
উন্নয়ন অথবা অচ্ছে দিন কি বলে?
যোশী মঠ বিপর্যয়ের দায় কার
কোন সরকারের?
কংগ্রেসের - বিজেপির
নাকি
টুকরে টুকরে গ্যাং এর
উত্তর দেবে না কেউ
একে অন্যকে দেখাবে।
শিলিগুড়ি থেকে রং পো পর্যন্ত রেল চলবে
উন্নয়ন - পর্যটন - সেনা বাহিনীর প্রয়োজনে
প্রয়োজন
অতএব পাহাড় ফাটাই
তৈরি করি সুরঙ্গ
ভুলে যাই ২০১১ র কথা
সিকিম পাহাড়ে।
উন্নয়ন বড় দরকার
প্রকৃতিকে ধবংস করে
যেমন উন্নয়ন হচ্ছে
"রামসা" জলাভুমি কে ধবংস করে
যেমন উন্নয়ন হচ্ছে
মেট্রোর পথ বদল করে।
প্রকৃতি ধবংস হলে ক্ষতি কি তাতে
দেশ বাঁচাতে হলে
(ভ বি স্যতে দেশ থাকবে না চিন্তা নেই তাতে
ভ বি স্য তে তো আমিও থাকব না)
চিন - পাকিস্থান - বাংলাদেশ কে রুখতে হলে বর্তমানে
প্রকৃতি ধবংস করে উন্নয়ন বড় দরকার।
একটা প্রশ্ন শুধু থাকল আমার
আর কত বার
মানুষ নিজের প্রয়োজনে
পৃথিবী ধবংস করে
আগামি প্রজন্ম কে
মৃত্যুর মুখে ঠেলে দেবে বারং বার।
দেশ ভক্ত দের কাছে এ প্রশ্ন রইল আমার।
বি দ্রঃ আশা করি যোশী মঠেও এই মুহূর্তে মাত্র ১ পিস দেশ ভক্তো আছে যে আমার লেখাকে কাউন্টার করবে
জুকু বাবু আমার এই লেখাকে "লল্ক" (ব্লকের সু উচ্চ স্তর ভার্সন) কট্টেই
পাড়ে পড়োয়া কড়ী ণা টাটে

No comments:

Post a Comment