26 April, 2022

বিশ্বাস

এ পৃথিবীতে যত অন্যায় জাগে তা একদিন হেরে যাবে মুসোলিনির মত সে উল্টে লটকাবে হিটলারের কবরের মতন তাকে কেউ খুঁজে না পাবে। ওরে ভয় পাওয়া মন তুই ভাবিস না এখন তুই বিশ্বাসে থাক লড়াইয়ে থাক তোর ভয় পাওয়া বারণ। ওরে বন্ধু তোর স্বপ্ন, দেখছিস যা তুই এখন তোরই পথে চলবে মানুষ তোর ভয় পাওয়া বারণ। তোর বুকেতে সত্য লেখা তোর পৃথিবী বাঁচতে শেখায় তোর মৃত্যু বারণ। তুই তো দেখাস স্বপ্ন তুই রাম নয় রাবণ। ওরা যত হানবে আঘাত তা একদিন মুছে যাবে তোর বিশ্বাসের কাছে ওদের প্রলোভন হেরে যাবে, হিটলারের কবরের মত তা অন্ধকারে ঢুকে যাবে। ওরে বিশ্বাসী মন তুই স্বপ্ন দেখ এখন তোর স্বপ্ন থাক বিপ্লবে আর বিদ্রোহে তা সফল হবে সময় দেখছে সে লক্ষণ। লিখল শ্রীতোষ সৌজন্যঃ উমরবাবি - তানসেনের তানপুরা

No comments:

Post a Comment