12 April, 2022

আইনের ওপর ভরসা আছে

আমি যদি ভাদু শেখ হতাম কবরের অন্ধকারে শুয়ে বলতাম আমার দিদির প্রতি ভরসা আছে আইনের ওপর ভরসা আছে (যেমন আনারুল বলেছে)। আমি যদি হাঁসখালির সেই মেয়েটা হতাম যার কিনা অ্যাফেয়ার ছিল অথবা প্রেগন্যান্ট ছিল আমার মৃত শরীর টা যখন কেরোসিনে জ্বালানো হচ্ছিল (আসলে উন্নয়নের আগুনে) আমি বলতাম আমার দিদির প্রতি ভরসা আছে আমার আইনের প্রতি ভরসা আছে। কারণ দিদিই তো বলেছিলেন কামদুনি হত্যা কান্ডের দোষী দের ফাঁসী এবং মৃত্যুদণ্ড হবে। তিনিই তো বিচার পতি তাই কামদুনি হত্যাকাণ্ডের দোষীদের ফাঁসী আর মৃত্যদন্ড দুইই হয়েছে। অনেক বছর আগে (যদিও কেউ জানে না তারিখ ও সময়) তাই তো আনারুলের ও দিদির প্রতি ভরসা আছে মানে আইনের প্রতি ভরসা আছে অক্সিজেন কম যাওয়া রোগীদের উডবার্ন আছে সকলেরই আইনের প্রতি ভরসা আছে। একান্ত ভাবেই আইনের প্রতিই ভরসা আছে

No comments:

Post a Comment