12 April, 2022

বাংলায় সব তৃণমূল" এটাই শেষ কথা।

বাংলায় সব তৃণমূল" এটাই শেষ কথা। ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেউ বলতে পারে নি পশ্চিম বঙ্গে সক্কলে বামপন্থী। যদিও সেই সময়ে যে রাজ্য সরকার ছিল তার সংখ্যা গরিষ্ঠ সদস্য রা বাম পন্থায় বিশ্বাস রাখত। ইতিহাস সাক্ষী আছে সুমন - দেবনারায়ণ - জয় গোস্বামী কাক চরিত্র সাক্ষী আছে পরম ব্রত ও বলবে জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য কোন দিনও বলেন নি পশ্চিম বঙ্গে সব বামপন্থী অথবা সিপিআইএম কারণ তাঁরা জানতেন সকলে বামপন্থী হয় না হতে পারে না। আজকে সরকারী দলের মুখ্যমন্ত্রী (রাজ্যের নন) বলেন রাজ্যের সবাই তৃণ মূল। ভালো লাগল কারণ তিনি মেনে নিলেন বালি খাদানে তৃণ মূল পাথর খাদানে তৃণ মূল পুলিশ রাও সব তৃণ মূল ধর্ষণেতে তৃণ মূল উড বার্নে তৃণ মূল ভাদু শেখ ও তৃণ মূল আনারুল ও তৃণ মূল শিক্ষক চাকরীতে তৃণ মূল কয়লা পাচারে তৃণ মূল গরু পাচারে তৃণ মূল উডবার্নে ও তৃণ মূল কুকুরের ডায়ালিসিসে তৃণ মূল ২০১১ র অজস্র কমিশন গড়ে রিপোর্ট এল না কাউকে শাস্তি দেওয়া গেল না সাধারণ মানুষের করের পয়সা খরচা হল ফালতু তার পিছনেও তৃণ মূল রিলেশন থাকলে ধর্ষণ করা যায় এই তাত্ত্বিক গবেষণা তেও তৃণ মূল বিধান সভা ভাঙচুরেতে তৃণ মূল সব কিছুতেই তৃণ মূল। সততার প্রতীক সদা সত্য বলেন তাই অনুপ্রাণিত হয়ে আমিও তৃণ মূল নব্য তৃণ মূল এত গুণ গান গাইলাম একটা সরকারী কমিটিতে সুযোগ পেলেই আরও গান গাইব ধর্ষণের পিছনে "প্রেক্ষিত" নয় ধর্ষিতার বাবা - মার চরিত্র নিয়ে আলোচনা করব আমি চরম তৃণ মূল জয় ডঃ সততার প্রতীকের অনুপ্রেরণার জয় আদিরা কেউ কিছু বলবেন

No comments:

Post a Comment