18 December, 2014

আজকের প্রশ্ন



যখন আগুন লাগে
আগুন কি তাকিয়ে দেখে
ঘরটা পুড়ছে কার ?
হিন্দু – মুসলমান – খৃস্টানের !
কোন বই যাচ্ছে পুড়ে ?
কোরান – বাইবেল – গীতা !
দেবালয়ে বসে আছে কে ?
গড – রাম – মহম্মদ !
আগুন দেয় পুড়িয়ে –
তার কাজ পুড়িয়ে দেওয়া,
সে একমনে কাজ করে চলে।

যখন প্রলয় আসে –
বন্যা – ঝড় অথবা ভূমিকম্প হয়ে
কে রক্ষা পায় ?
রাম – রহিম – মাইকেল !
তার কাজ ধ্বংস করা,
সে একমনে কাজ  করে চলে।

আগুন নেভাতে কি কর বন্ধু
তরল পদার্থ দাও ছুঁড়ে -
কি নামে ডাক তাকে ?
জল – পানি – ওয়াটার !
তার কাজ আগুন নেভানো,
সে একমনে কাজ করে চলে।

তাই প্রশ্ন করি –
দেবে কি উত্তর আমায়
আগুন তার কাজ করে -
প্রলয় তার কাজ করে -
তরল তার কাজ করে –
আর তুমি কোন কাজ কর ?
কেড়ে নাও অজস্র প্রাণ
ধর্মের নামে – জাতের নামে – দেশের নামে
তুমিও কি একমনে কাজ করে চল,
প্রাণ কেড়ে নেওয়ার কাজ ?
উত্তর চায় সময়।

No comments:

Post a Comment