07 December, 2014

এক বিন্দু জল



এক বিন্দু জল আমি
হয়তো বা ভেসে থাকি আকাশে
হয়তো বা থাকি মাটির গভীরে
এক বিন্দু জল আমি।

আমাকে অবহেলা কর সবাই
এক বিন্দু জলকে
কিন্ত সেই এক বিন্দু জল
মেটায় তোমার তৃষ্ণা
আগুন রৌদ্রে ভরা মরু প্রান্তরে !

এক বিন্দু জল যখন
চেনে অন্য জলের বিন্দুকে
আপন করে নেয় যখন
তখন আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে
অথবা তীব্র আঘাতে ফাটিয়ে ভুমি
জাগায় প্রলয় – একটি বিন্দু জল।

একটি বিন্দু জল তার সাথীদের সাথে মিশে
নদী হয়ে যায়
নদী মেশে সাগরে
এক বিন্দু জল মিশে যায়

মানুষ ও তেমন
একা পথ হেঁটে ক্লান্ত হয়
কিন্ত যখন সে মিছিলে হাঁটে
বহু দূরের পথ দিতে পারে পাড়ি
যেমন হেঁটেছে আগে
যেমন হাঁটল আজ
যেমন হাঁটবে আগামীকাল
এক বিন্দু জল অথবা একটি মানুষ
মিশে যাবে প্রতিবাদি সময়ের ডাকে
এক বিন্দু জল সাগর হয়ে যাবে
একটি মানুষ মিছিলের মাঝে মিশে যাবে।।

No comments:

Post a Comment